লিঙ্গ
নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয়েছে 'ইনী' প্রত্যয়যোগে ?
- গোয়ালিনী
- ঠাকুরানী
- মাস্টারনী
- ডাইনী
সঠিক উত্তরঃ গোয়ালিনী
'পক্ষী' শব্দটি কোন লিঙ্গের অন্তর্ভুক্ত ?
- স্ত্রীলিঙ্গ
- পুংলিঙ্গ
- ক্লীব লিঙ্গ
- উভয় লিঙ্গ
সঠিক উত্তরঃ উভয় লিঙ্গ
নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দের অন্তর্গত ?
- মানব-মানবী
- বিদ্বান -বিদ্বান -বিদূষী
- ঠাকুর - ঠাকুরানী
- রজক - রজকীনি
সঠিক উত্তরঃ বিদ্বান -বিদ্বান -বিদূষী
সাধারণত 'ইকা' কোন অর্থে ব্যবহৃত হয় ?
- বৃহৎ অর্থে
- ক্ষুদ্রার্থে
- অবজ্ঞার্থে
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ ক্ষুদ্রার্থে
যে সকল পুরুষবাচক শব্দের শেষে 'তা' রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সে সকল শব্দে নিচের কোনটি হয় ?
- ই
- ঈ
- ত্রী
- আনী
সঠিক উত্তরঃ ত্রী
নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে কি বোঝায় ?
- স্ত্রীবাচক শব্দকে
- ঈ প্রত্যয়ন্ত শব্দকে
- যে শব্দের পুরুষবাচক শব্দ নেই
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ যে শব্দের পুরুষবাচক শব্দ নেই
কোন শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা হয় ?
- চাকর
- বোন
- মামা
- চাচা
সঠিক উত্তরঃ বোন
কোনটির আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে লিঙ্গান্তর করা হয় ?
- কামার
- গোলাম
- শিল্পী
- কর্তা
সঠিক উত্তরঃ শিল্পী
নিচের কোন স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয় ?
- অভাগিনী
- ভিখারিনী
- মামী
- নায়িকা
সঠিক উত্তরঃ অভাগিনী
বাংলা ভাষায় কোন পদ দ্বারা পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বুঝায় ?
- বিশ্লেষণ
- বিশেষ্য
- ক্রিয়া
- অব্যয়
সঠিক উত্তরঃ বিশেষ্য
পুরুষ ও স্ত্রী কোনটিই বোঝায় না কোন লিঙ্গ দ্বারা ?
- পুং লিঙ্গ
- উভয় লিঙ্গ
- ক্লীব লিঙ্গ
- স্ত্রী লিঙ্গ
সঠিক উত্তরঃ ক্লীব লিঙ্গ
যেসব নামপদ পুরুষ জাতির নাম বোঝায়, তাকে কোন লিঙ্গ বলে ?
- পুংলিঙ্গ
- ক্লীবলিঙ্গ
- স্ত্রীলিঙ্গ
- উভয় লিঙ্গ
সঠিক উত্তরঃ পুংলিঙ্গ
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে ?
- কল্যাণীয়েষু
- সুচরিতেসু
- শ্রদ্ধাস্পদ
- প্রীতিভাজনেষু
সঠিক উত্তরঃ কল্যাণীয়েষু
নিচের কোন শব্দগুলোর দুটি স্ত্রীবাচক শব্দ আছে ?
- ভাই, দেবর, বর
- মামা, ফুফা
- চাচী, জ্যেঠী নর
- ঠাকুর পো, জামাই, পুলিশ
সঠিক উত্তরঃ ভাই, দেবর, বর
বৃহদার্থে স্ত্রীবাচক শব্দ কোনগুলো ?
- গীতিকা, পুস্তিকা
- অরণ্যানী, হিমানী
- সিংহী, গায়িকা
- মামী, খালা
সঠিক উত্তরঃ অরণ্যানী, হিমানী
নিচের কোনগুলো ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক ?
- মানব, ময়ূরী, সিংহী
- নাটিকা, মালিকা, গীতিকা
- যৌগিনী, দুঃখ
- নেত্রী, ধাত্রী, সুন্দরী
সঠিক উত্তরঃ নাটিকা, মালিকা, গীতিকা
কোন বিশেষণের স্ত্রীবাচকতা হয় না ?
- বিশেষ্যের বিশেষণ
- বিশেষণের বিশেষণ
- বিধেয় বিশেষণ
- ক্রিয়া বিশেষণ
সঠিক উত্তরঃ বিধেয় বিশেষণ
'ঘোষজা' কোন অর্থে স্ত্রীবাচক ?
- পত্নী অর্থে
- কন্যা অর্থে
- স্ত্রী অর্থে
- নারী অর্থে
সঠিক উত্তরঃ পত্নী অর্থে
মৎস্য ও মনুষ এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি ?
- মৎসী, মনুষী
- মৎসা, মনুষ্যা
- মৎসিনী, মানষী
- কোনটিই নয়
সঠিক উত্তরঃ মৎসী, মনুষী
নিচের কোনগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ ?
- বকনা, গাই
- গয়লা, ঠাকুর মা
- সতীন, সৎমা
- চতুরা, সরলা
সঠিক উত্তরঃ সতীন, সৎমা
খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয় ?
- স্ত্রীবাচক
- পুরুষবাচক
- নিত্য পুরুষবাচক
- নিত্য স্ত্রীবাচক
সঠিক উত্তরঃ পুরুষবাচক
তৎসম পুরুষবাচক বিশেষ্যের সঙ্গে কোন পদ যুক্ত হয় ?
- পুরুষবাচক বিশেষণ
- স্ত্রীবাচক বিশেষণ
- স্ত্রীবাচক বিশেষ্য
- পুরুষবাচক বিশেষ্য
সঠিক উত্তরঃ পুরুষবাচক বিশেষণ
নিত্য স্ত্রীবাচক শব্দ কাকে বলে ?
- যে স্ত্রীবাচক শব্দে শুধু স্ত্রী বোঝায়
- যে স্ত্রীবাচক শব্দের একাধিক পুরুষবাচক শব্দ রয়েছে
- যে স্ত্রীবাচক শব্দের দ্বারা অবিবাহিতা মহিলাকে বোঝায়
- যে শব্দের কোনো পুংলিঙ্গ নেই
সঠিক উত্তরঃ যে শব্দের কোনো পুংলিঙ্গ নেই
শেষে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা যায় কোনটিতে ?
- অজ
- খোকা
- শিল্পী
- বোন
সঠিক উত্তরঃ বোন
বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না ?
- বিশেষ্য
- বিশেষণ
- অব্যয়
- ক্রিয়া
সঠিক উত্তরঃ বিশেষণ
যেসব শব্দের দ্বারা স্ত্রী, পুরুষ, প্রাণী বা জড় পদার্থ বুঝায়, তাদেরকে বলে -
- বচন
- লিঙ্গ
- প্রবাদ
- বাচ্য
সঠিক উত্তরঃ লিঙ্গ
'পুস্তিকা' কি অর্থে ব্যবহৃত হয় ?
- স্ত্রীলিঙ্গ
- উভয় লিঙ্গ
- বৃহদার্থে
- ক্ষুদ্রার্থে
সঠিক উত্তরঃ ক্ষুদ্রার্থে
লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
- শব্দতত্ত্ব
- ধ্বনিতত্ত্বে
- অর্থতত্ত্ব
- বাক্যতত্ত্বে
সঠিক উত্তরঃ শব্দতত্ত্ব
- উভয় লিঙ্গ
- পুংলিঙ্গ
- ক্লীব লিঙ্গ
- কোনটিই না
সঠিক উত্তরঃ ক্লীব লিঙ্গ
- পুংলিঙ্গ
- স্ত্রীলিঙ্গ
- ক্লীবলিঙ্গ
- উভয়লিঙ্গ
সঠিক উত্তরঃ স্ত্রীলিঙ্গ
‘গীতিকা’ শব্দ কোন প্রত্যয় যোগে গঠিত?
- আ প্রত্যয় যোগে
- কা প্রত্যয় যোগে
- ইকা প্রত্যয় যোগে
- তিকা প্রত্যয় যোগে
সঠিক উত্তরঃ ইকা প্রত্যয় যোগে
কোনটিতে শব্দের শেষে পুরুষবাচক শব্দযোগে পুরুষবাচক শব্দ হয়েছে?
- বোন পো
- বেটা ছেলে
- বলদ গরু
- কাপুরুষ লোক
সঠিক উত্তরঃ বোন পো
কোনটিতে পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়েছে?
- স্ত্রীলোক
- মাদি ঘোড়া
- মহিলা পুলিশ
- বকনা বাছুর
সঠিক উত্তরঃ মহিলা পুলিশ
‘শুক-সারী’ শব্দ কিভাবে গঠিত হয়েছে?
- আলাদা আলাদা শব্দে
- প্রত্যয় যোগে
- ঈ-যোগে
- রী-যোগে
সঠিক উত্তরঃ আলাদা আলাদা শব্দে
স্ত্রীবাচক শব্দের পরে আবার স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহৃত হয়েছে এমন উদাহারণ কোনটি?
- ঠাকুরন
- ননদিনী
- হুজুরাইন
- কাঙালিনী
সঠিক উত্তরঃ ননদিনী
অবজ্ঞার ভাব প্রকাশ পায় কোন স্ত্রীবাচক শব্দটিতে?
- ডাক্তারনী
- গোয়ালিনী
- গোপিনী
- অভাগিনী
সঠিক উত্তরঃ ডাক্তারনী
- ক্ষুদ্রার্থে
- অস্থলে
- বৃহৎ অর্থে
- মধ্যম অর্থে
সঠিক উত্তরঃ ক্ষুদ্রার্থে
- নিত্য স্ত্রীলিঙ্গ
- নিত্যপুংলিঙ্গ
- স্ত্রীলিঙ্গ
- উভয়লিঙ্গ
সঠিক উত্তরঃ নিত্যপুংলিঙ্গ
যেসব পুরুষবাচক মব্দের শেষে ‘তা’ রয়েছে, স্ত্রী বাচকতা বুঝাতে সে সব শব্দে হয়-
- ‘ঈ’
- ‘ত্রী’
- ‘আনী’
- ‘হীন’
সঠিক উত্তরঃ ‘ত্রী’
‘অরণ্যানী’ শব্দটিতে ‘আনী’ প্রত্যয় কি অর্থে যুক্ত হয়েছে?
- বৃহৎ অর্থে
- সাধারণ অর্থে
- জাতি বা শ্রেণী বুঝাতে
- বৃহৎ অরণ্য বুঝাতে
সঠিক উত্তরঃ বৃহৎ অর্থে
‘মালিকা’-শব্দটিতে ইকা প্রত্যয় কি অর্থে যুক্ত হয়েছে?
- বৃহৎ অর্থে
- সাধারণ অর্থে
- ক্ষুদ্র অর্থে
- জাতি বা শ্রেণী বুঝাতে
সঠিক উত্তরঃ ক্ষুদ্র অর্থে
লিঙ্গান্তর করতে গায়ক শব্দের শেষে কোন প্রত্যয় যুক্ত হয়?
- অব-প্রত্যয়
- আ-প্রত্যয়
- ঈ-প্রতয়
- ইকা-প্রত্যয়
সঠিক উত্তরঃ ইকা-প্রত্যয়
- পুংলিঙ্গ
- স্ত্রী লিঙ্গ
- ক্লীব লিঙ্গ
- উভয় লিঙ্গ
সঠিক উত্তরঃ স্ত্রী লিঙ্গ
নিত্য স্ত্রীবাচক শব্দ কাকে বলে?
- স্বাভাবিক স্ত্রীবাচক শব্দ
- ‘আ’-প্রত্যয়ান্ত শব্দ
- ‘ঈ’-প্রত্যয়ান্ত শব্দ
- যে শব্দের পুরুষবাচক শব্দনেই
সঠিক উত্তরঃ যে শব্দের পুরুষবাচক শব্দনেই
- ক্লীবলিঙ্গ
- উভয় লিঙ্গ
- পুং লিঙ্গ
- স্ত্রী লিঙ্গ
সঠিক উত্তরঃ স্ত্রী লিঙ্গ
পুরুষ-বাচক শব্দের শেষে ঈ থাকলে স্ত্রী-বাচক শব্দে নী হয় এবং আগের ঈ, ই হয়। এর উদাহরণ?
- নাপিতানী
- চাকরানী
- মালিনী
- ডাক্তারনী
সঠিক উত্তরঃ মালিনী
কোন লিঙ্গান্তরিক শব্দটি স্ত্রীলিঙ্গ না বুঝিয়ে অন্য অর্থ বোঝাচ্ছে?
- ভবানী
- ইন্দ্রানী
- হিমানী
- রুদ্রানী
সঠিক উত্তরঃ ভবানী
বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গে নিয়ম মানে না?
- বিশেষণ
- অব্যয়
- সর্বনাম
- বিশেষ্য
সঠিক উত্তরঃ বিশেষণ
স্ত্রী ও পুরুষ কিছুই বুঝায় না যে শব্দে তাকে কোন লিঙ্গ বলে?
- পুংলিঙ্গ
- স্ত্রীলিঙ্গ
- ক্লীবলিঙ্গ
- উভয়লিঙ্গ
সঠিক উত্তরঃ উভয়লিঙ্গ
স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে?
- সুজনেষু
- সুজনেসু
- সুজনীয়াসু
- সুজনিয়াষু
সঠিক উত্তরঃ সুজনীয়াসু
নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
- সমার্থে
- বৃহদার্থে
- ক্ষুদ্রার্থে
- বিপরীতার্থে
সঠিক উত্তরঃ ক্ষুদ্রার্থে
বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
- বালক-বালিকা
- দুঃখী-দুঃখিনী
- খান-খানম
- নর-নারী
সঠিক উত্তরঃ নর-নারী
- স্ত্রীলিঙ্গ
- ক্লিবলিঙ্গ
- পুংলিঙ্গ
- উভয় লিঙ্গ
সঠিক উত্তরঃ পুংলিঙ্গ
‘মানুষ মরণশীল’ এ বাক্যে ‘মানুষ’ শব্দটি কোন লিঙ্গ?
- পুংলিঙ্গ
- স্ত্রীলিঙ্গ
- উভয়লিঙ্গ
- ক্লীবলিঙ্গ
সঠিক উত্তরঃ উভয়লিঙ্গ
‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
- সমার্থে
- ক্ষুদ্রার্থে
- বৃহদার্থে
- বিপরীতার্থে
সঠিক উত্তরঃ ক্ষুদ্রার্থে