ড্রাগ কি?
Published: 2021-04-17 15:20:00
ড্রাগের জন্য অনেক লোক রোগ থেকে সুস্থ হয়েছে। ম্যালেরিয়া, হাম, গুটি বসন্তের মত রোগ সমূলে ধ্বংস হয়ে গেছে এই ড্রাগ এর জন্যেই। যক্ষার মত রোগের ক্ষেত্রে আগে মাসের পর মাস হাসপাতালে পড়ে থাকতে হতো তা এখন একটি ইনজেকশান দিয়ে শেষ করে দেওয়া যাচ্ছে। আফ্রিকায় পুষ্ঠিহীনতায় ভোগা লোকদের মাত্র একটি মাত্র আই ড্রপ দিলেই চোখের সমস্যা ভালো হয়ে যায়। ড্রাগের কারণে লক্ষ লক্ষ মানুষ এখন কোলেস্টরল হ্রাসকারী মেদ সঠিক পরিমাণে ইনসুলিন নিয়ে ডায়াবেটিকস থেকে মুক্তি পেয়ে খুব সুন্দর জীবন যাপন করতে পারছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার নির্দিষ্ট কোন রোগের ব্যাপারে অল্প মাত্রার অ্যাসপিরিন, বিভিন্ন ধরনের ভিটামিন, মাছের তেল বা ডাইইউরেটিক্স খেতে পারেন। যা আপনার জীবনকে প্রাণবন্ত করে তুলে। তবে খেয়াল রাখবেন এই গুলোর কোনটিতে ব্যতিক্রম ঘটলেই বিপত্তি। তবে উচ্চমাত্রার ড্রাগ তারাই নিতে পারেন যাদের ভুলে যাওয়ার প্রবণতা বেশি। কারণ হচ্ছে তারা টাইম মত ওষুধ খেতে ভুলে যায়। যা তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। এই কারণে তাদের চিকিৎসায় যেন কোন ব্যাঘাত না ঘটে ওভার ডোজ নেওয়া।
মাথা ব্যথা কমানোর জন্য ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কারো পরামর্শে ওষুধ খেলেন। এতে সমম্যা আরো বেশি হতে পারে। এন্টিবায়োটিক মানুষের জীবন বাঁচায় কিন্তু চিকিৎসা চলাকালীন কোন সময়ে যদি কেউ তা বন্ধ করে দেয় তাহলে সে তার আগের অবস্থাই চলে গেল। মানে হল সে অসুস্থই থেকে গেল। তাই সব কিছু হওয়া চাই পরিকল্পনা অনুযায়ী। এই ড্রাগ বা ওষুধের মাঝেও কিছু প্রকার ভেদ আছে। যেগুলো অবৈধ বা অবৈধভাবে আসে। এইসব ড্রাগে উচ্চমাত্রার কোকেইন, হিরোইন, গাজা ইত্যাদির নাম উল্লেখযোগ্য। যারা এগুলো সেবন করে তারা এতে অনেক মজা অনুভব করে। আর মজাটা যখন এরা বার বার পেয়ে থাকে তখন সেটার প্রতি আসক্ত হয়ে পড়ে। অতিরিক্ত সেবন করলে মুত্যুও ঘটতে পারে। এই ধরনের অবৈধ ড্রাগে সব ধরনের উপাদান পরিমাণ মত থাকেনা। ফলে ঠিকমত যদি এই ড্রাগ যদি না নেওয়া হয় তা বিরুপ প্রতিক্রিয়া ঘটতে পারে। এতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক এর পরিমাণ থাকে না। অতিরিক্ত পরিমাণ এন্টিবায়োটিক হতে পারে আপনার মৃত্যুর কারণ।