ধুমপানকারীর আশপাশে থাকলে হতে পারে নানা সমস্যা।

Published: 2021-05-31 17:25:00

 

এক গবেষণায় দেখা গেছে যে, যেসব মানুষ ধুমপান করেনা অথচ ধুমপানকারীদের সাথে বসবাস করে কিংবা নিয়মিত সময় কাটায় তাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। এই পরোক্ষ ধুমপান তাদের বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সাথে সাথে এই সমস্যাও সৃষ্টি করে। একদল ধুমপানকারীর সাথে অধুমপানকারীদের দুইটি ভিন্ন গ্রুপের গবেষণা শেষে গবেষকরা এই তথ্য দিয়েছেন। এই তিনটি গ্রুপকে টাইম বেস ও ইভেন্ট বেস স্মৃতির ভিত্তিতে দীর্ঘদীন পরীক্ষা করা হয়। মেমোরি টেস্টে দেখা যায় সম্পূর্ণ অধুমপায়ীদের চেয়ে পরোক্ষ ধুমপায়ীদের কোন ঘটনা ভুলে যাওয়ার প্রবণতা বেশি অন্তত ২০% বেশি। সাধারণত যার ধুমপায়ীদের সাথে সময় কাটায় তারা সপ্তাহে নিজের অজান্তেই প্রায় ২৫ ঘণ্টা করে ধুমপান করে যাচ্ছে। আর এজন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পরোক্ষ ধুমপায়ীরা একের পর এক বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার শিকার হতে পারে। স্মৃতিশক্তি কমে যাওয়ার  পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে। এই কারণে যাদের ধুমপায়ী বন্ধু বা বান্ধব কিংবা পরিবারে সদস্য আছে যাদের থেকে সচেতন হওয়া একান্ত দরকার।



There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in