বুকে ব্যথা কেন হয়?

Published: 2021-05-26 16:45:00

 

অনেকেই আছে যাদের বুকে ব্যথা আছে। ব্যথা থাকলেই কিন্তু এটা হার্টের সমস্যা নয়। হার্ট অ্যাটাক হওয়ার অনেক কারণ আছে। বুকের ব্যথা অনেকের ভয়ের কারণ হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ যেমন – ফুসফুস, অন্ননালী, হার্ট, পেশী ও পাঁজর থেকেও এই ব্যথা হতে পারে। ঘাড়, পিঠ ও তলপেট থেকেও এই ব্যথার সৃষ্টি হতে পারে। সাধারণত যেসব কারণে হৃদ রোগের সমস্যার জন্য বুকে ব্যথা হতে পারে তা হল – কণ্ঠনালী প্রদাহ বা হার্ট অ্যাটাক এক ধরনের ব্যথা তৈরি করে কারণ হার্ট তখন পর্যাপ্ত অক্সিজেন ও রক্ত নিতে পারে না। যখন এই সমস্যা হয় তখন সবচেয়ে বেশি যে ঘটনাটি ঘটে তা হল বুকে ব্যথা। এই ব্যথা হাত, পা , ঘাড় এমনকি পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। মহাধমনী হল শরীরের সবচেয়ে শক্ত রক্তনালী। এটি হৃদপিন্ড থেকে রক্ত নিয়ে সারা দেহে প্রবাহতি করে। আর তাই এর কোন জায়গায় সামান্য পরিমাণও কেটে গেলে বা বিছিন্ন হয়ে গেলে বুকে প্রচন্ড রকম ব্যথা অনুভব হয়। হৃদপিণ্ডের চারদিকে যে ঝিল্লী কোষ থাকে তার কোন অংশ স্ফীত অর্থাৎ ফুলে গেলে বুকের ঠিক মাঝখানে প্রচন্ড ব্যথা অনুভব হয়। ফুসফুসের যে সমস্যার কারণে বুকে ব্যথা হতে পারে তা হল ফুসফুসে কোন রক্ত চাপ দেখা দিলে (পালমোনারী এমবোলিজাম)। ফুসফুসে কোন ক্ষ দিলে (নিউমথোরক্স)। ফুসফুসের চারদিকের ত্বক ফুলে ফেপে উঠলে আপনি যখনই একটু জোড়ে হাচি, কাশি বা ঢেকুর দিবেন তখনই ব্যথা অনুভব করবেন। নিউমোনিয়ার কারণেও অনেক সময় কাশি বা ঢেকুর দেবার সময় বুকে অনেক ব্যথা অনুভূত হয়। অন্যান্য যেসব কারণে বুকে ব্যথা হতে পারে তা হল – প্রচন্ড ভয়ে আতঙ্কগ্রস্থ হয়ে গেলে বুকে ব্যথা হতে পারে। বুকের হাড় বা বক্ষাস্থি ও পাজরের সংযোগ স্থলে ইনফ্লেমেসন অর্থাৎ ফেলে গেলে ব্যথা অনুভব করতে পারেন। কোচদাদ বুক থেকে শুরু করে পিঠ পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়তে পারে। কিছু কিছু ক্ষেত্রে এটি এজমা জাতীয় চর্মরোগ তৈরি করে ফেলতে পারে। মাংশপেশী, টেন্ডন আর পাজরের মাঝে টান খেলে বা ফুলে গেলে। পাকস্থলী জনিত কিছু সমস্যার জন্যও বুকে ব্যথা হতে পারে। যেমন – খিচুনি অথবা অন্ননালী (যার মধ্য দিয়ে মুখে থেকে খাবার দেহের ভিতরে পাকস্থলীতে প্রবেশ করে)  সরু হয়ে গেলে। পাথুরি রোগের কারণে বুকে ব্যথা হতে পারে। যেমন – এই সমস্যাটি বেশি হয়ে খাবার গ্রহণের পর। বিশেষ করে চর্বি জাতীয় খাবার খেলে। বুকে জ্বালা বা গ্যাস্ট্রোফাগিয়েল রিফ্লাক্স এর কারণেও হতে পারে বুকে ব্যথা। যেমন – পাকস্থলীর আলসার বা গ্যাস্টিটিস (পাকাশয়ের এক ধরণের রোগ)। এটি হচ্ছে এমন এক সমস্যা যে  যখন মানুষের পাকস্থলী খালি থাকবে তখন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হতে পারে। আবার যদি আপনার তখনই কিছু খেয়ে নেন তবে ব্যথা আর থাকে না। শিশু কিশোরদের ক্ষেত্রে বুকের ব্যথা বেশিরভাগ ক্ষেত্রেই হার্টের সাথে জড়িত নয়।



There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in