স্ট্রোক (Stroke)
Published: 2021-04-13 02:05:00

মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়াকে স্ট্রোক বলে। এটি একটি মারাত্মক রোগ। সাধারণত ধমনীগ্রাত্র শক্ত হয়ে যাওয়া ও উচ্চ রক্ত চাপজনি কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। অত্যধিক স্নায়ুচাপ যেমন : উত্তেজনা বা অধিক পরিশ্রমের জন্য রক্তক্ষরণ হয়। মস্তিষ্কের যে কোনো ধমনীতে রক্তক্ষরণ সম্ভব। নির্গত রক্ত মস্তিষ্কে জমাট বেধে মস্তিষ্কের ক্ষতি করতে পারে। রক্ত যদি মস্তিষ্কের গহ্বরে বা মাথার খুলিতে ঢুকে যায় তবে মানুষের মৃত্যু ঘটতে পারে।
স্ট্রোকের লক্ষণ :
স্ট্রোকের লক্ষণ হঠাৎ করে প্রকাশ পায়। লক্ষণ গুলো হল : বমি, ঘাড় শক্ত হয়ে যেতে পারে, প্রচন্ড মাথা ব্যথা, কয়েক মিনিটের মধ্যে রোগী সংজ্ঞা হারায়, মাংসপেশি শিথিল হয়ে যায়, মুখমন্ডল লাল বর্ণ হয়ে যায়, নারীর স্পন্দন কমে যায়।