বিখ্যাত উপন্যাস

‘লোকে সিন্ধু’ উপন্যাসটির রচয়িতা কে?-হাছন রাজা
কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক?-আগুনপাখি
‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতার নাম কি?-কালী প্রসন্ন সিংহ
'সংশপ্তক' একটি বিখ্যাত--উপন্যাস
‘আনোয়ারা’ উপন্যাসটি খ্রিষ্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?-১৯১৪ সালে
‘স্বর্ণলতা’ ও ‘হরিষে বিষাদ’ উপন্যাসদ্বয়ের রচয়িতা কে?-তারকানাথ গঙ্গোপাধ্যায়
‘আততায়ীদের সাথে কথেঅপকথন’ কার লেখা?-হুমায়ুন আজাদ
মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি?-প্রেমের সমাধি
‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে?-নজিবর রহমান সাহিত্যরত্ন
‘কত ছবি, কত গান’ এর লেখক--খন্দকার মোঃ ইলিয়াস
‘হুতোম প্যাঁচার নকশা’ কোন জাতীয় রচনা?-রম্যরচনা
‘তিতাস একটি নদীর নাম’ কোন ধরনে শিল্পকর্ম?-উপন্যাস
মোজাম্মেল হক রচিত উপন্যাস কোনটি?-জোহরা
কোনটি সঠিক?-ঘর মন জানালা- উপন্যাস
‘কেরী সাহেবের মুন্সি’র লেখক হলেন--প্রমথনাথ বিশি
‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কে?-কালীপ্রসন্ন সিংহ
‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি কার?-শওকত আলী
‘ভাসানী যখন ইউরোপে’ বইটির লেখক--খন্দকার মোহাম্মদ ইলিয়াস
‘আরণ্যক, অপরাজিত, ইছামতি’ কার রচনা?-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
‘রূপজালাল’ উপন্যাসের রচয়িতা কে?-নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
'সারেং বৌ' উপন্যাসটির রচয়িতা কে?-শহীদুল্লা কায়সার
হুতোমী বাংলা কার রচনাকে বলে?-কালী প্রসন্ন সিংহ
‘পাক সার জমিন সাদ বাদ’ বইটির লেখক--হুমায়ুন আজাদ
‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেলেন?-নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম--রূপজালাল
‘বিধু মাস্টার’ গল্পগ্রন্থটির লেখক কে?-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানুষের সুখ-দুঃখ এবং প্রকৃতির রঙ-রূপ চিত্রণ কার উপন্যাসের বিশেষত্ব?-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
‘নী ও নারী’ কার রচনা?-হুমায়ুন কবির
‘অনাথিনী’ কোন লেখকের প্রথম উপন্যাস?-খান মুহাম্মদ মঈনুদ্দিন
‘কুলায় কলাস্রোত’ কার লেখা?-শওকত আলী
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো?-ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম
কোন ঔপন্যাসিক কর্তৃক ‘বঙ্গবিজেতা’ উপন্যাস রচিত হয়েছ?-রমেশচন্দ্র দত্ত
‘অশোক গুচ্ছ’, ‘গোলাপ গুচ্ছ’, -গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?-দেবেন্দ্রনাথ সেন
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?-অদ্বৈতমল্ল বর্মণ
'ন্যায়দণ্ড' উপন্যাসটি কার লেখা---জরাস্বন্ধ
'সংশপ্তক' উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?-নগর ও গ্রামীণ জীবন
‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?-রশীদ করিম
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে?-ঋত্বিক ঘটক
‘আনোয়ারা’ কোন ধরনে গ্রন্থ-উপন্যাস
‘জোহরা ’ উপন্যাসের রচয়িতা হলেন--মোজাম্মেল হক

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics