আধুনিক যুগ

'রূপসী বাংলা' গ্রন্থটি কে রচনা করেন?-জীবনানন্দ দাশ
'নন্দিত নরকে' কার লেখা উপন্যাস?-হুমায়ন আহমেদ
আলাওলের ‘তোহফা’ কোন ধরনে কাব্য?-নীতিবাক্য
'প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগ্রন্থের রচয়িতা---শামসুর রাহমান
'বিষাদ সিন্ধ'র রচয়িতা কে?-মীর মোশাররফ হোসেন
কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?-সোনালী কাবিন
‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনা সংকলন?-ছোটগল্প
শামসুর রাহমানের বিখ্যাত গ্রন্থ---বিধ্বস্থ নীলিমা
'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা'- কার রচনা?-শামসুর রাহমান
'সোনালী কাবিন' কাব্যগ্রন্থের রচয়িতা কে?-আল মাহমুদ
'মেঘ বলে চৈত্রে যাবো' কাব্যগ্রন্থটির লেখক হলেন----আহ্সান হাবীব
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি?-ধূসর পাণ্ডুলিপি
কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?-দোলনচাঁপা
নবীনচন্দ্র সেনের লেখা নয় কোনটি?-ব্রজাঙ্গনা
সত্যজিৎ রায়ের পিতামহের নাম কী?-উপেন্দ্রকিশোর রায়
শাহনামার লেখক কে?-কবি ফেরদৌসী
'সনেট' এ কয়টি পঙক্তি থাকে?-১৪ টি
অমর কবিতা 'কবর' এর রচয়িতা কে?-পল্লীকবি জসীম উদ্দীন
'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?-কাজী নজরুল ইসলাম
'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কার রচনা?-শামসুর রাহমান
নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?-অগ্নিবীণা
জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?-ঝরা পালক
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা------প্রলয়োল্লাস
নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?-নৌকাডুবি
'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?-অগ্নিবীণা
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ----ধূসর পাণ্ডুলিপি
বাংলাভাষার প্রথম কবিতা সংকলন---চর্যাপদ
'দুই বিঘা জমি' কবিতাটি রচনা করেছেন?-রবীন্দ্রনাথ ঠাকুর
মীর মোশাররফ হোসেনের 'বিষাদ সিন্ধু' গ্রন্থটি সম্বন্ধে কোন উক্তিটি উপযোগী?-এটি ঐতিহাসিক ঘটনার আবেগনির্ভর মর্মস্পর্শী বর্ণনা
‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে?-প্যারিচাঁদ মিত্র
মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা'----পত্রকাব্য
'পাঞ্জেরী' কবিতাটি কার রচিত?-ফররুখ আহমেদ
'সিরাজাম মুনীরা' কাব্যের রচয়িতা কে?-ফররুখ আহমেদ
'ময়মনসিংহ গীতিকা' সংগ্রহ করেন-----ড. দীনেশচন্দ্র সেন
কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?-ভুসুকু পা
বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?-কৃপার শাস্ত্রের অর্থভেদ
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়?-আনন্দময়ীর আগমনে
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির কবি কে?-ফররুখ আহমদ
কোনটি শামসুর রাহমানের রচনা?-নিরালোকে দিব্যরথ
'মহাশ্মশান' কাব্যগ্রন্থটি কার রচিত?-কায়কোবাদ
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির কবি কে?-ফররুখ আহমেদ
কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন----সঞ্চিতা
পল্লীকবি জসীম উদ্দীন রচিত গ্রন্থ কোনটি?-সোজন বাদিয়ার ঘাট
'ধূসর পাণ্ডুলিপি' কার রচনা?-জীবনানন্দ দাশ
কায়কোবাদের মহাকাব্য কোনটি?-মহাশ্মশান
'পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি' - কার রচনা?-সুকান্ত ভট্টাচার্য
'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?-রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ যে কাব্য রচনা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নাম কি?-গীতাঞ্জলী
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?-নীলদর্পণ
নিম্ন কবিতা রচনা করে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন----আনন্দময়ীর আগমনে

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics