ভাষা বর্ণ ও ধ্বনি

বাঙালিদের মধ্যে প্রথম কে ইংরেজি ভাষায় বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?-রাজা রামমোহন রায়
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ রয়েছে---১০ টি
কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?-মহাপ্রাণ ধ্বনি
'গৌড়ীয় ব্যাকরণ'টি রচনা করেছেন কে?-রামমোহন রায়
বাংলা ভাষার উৎস কোনটি?-ইন্দো-ইউরোপিয়ান
ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতিককে কি বলে?-বর্ণ
বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জনবর্ণ রয়েছে?-৬ টি
ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয়?-স্পর্শধ্বনি
বাংলা বর্ণমলায় অর্ধমাত্রা আছে কয়টিতে?-৮ টি
বাংলা ভাষার ওপর কোন ভাষার সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হয়?-ফারসি
মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?-ভাষা
স্বরসংগতির উদাহরণ কোনটি?-দেশী >দিশি
বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?-মান্দারিন
প্রথম বাংলা ব্যাকরণের নাম---ভোকাবুলারিও এম ইদিওমা-ই-পর্তুগীজ
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?-ঐ
শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?-ধ্বনি
বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়?-২ ভাগে
সাধুভাষা সাধারণত কোথায় অনুপযোগী?-নাটকের সংলাপে
ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন কে?-ব্রাসি হ্যালহেড
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়---কার
কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?-শ, ষ, স, হ
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে?-মনোএল-দ্য-আসসুষ্পসাঁও
বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ রয়েছে----৩৯ টি
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়---ফলা
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে?-৩২ টি
বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা---৫০ টি
সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয়?-বিশেষণ ও সর্বনাম
উইলিয়াম কেরি রচিত ব্যাকরণের নাম কি?-A Grammar of the Bengali Language
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?-গৌড়ীয় প্রাকৃত
পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয়?-দুটি
'গুরুচণ্ডালী দোষ' বলতে বুঝায়---সাধু ও চলিত ভাষার মিশ্রণ
কোনগুলো কণ্ঠধ্বনি?-ক, খ, গ, ঘ, ঙ

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics