ধ্বনি

ং এর উচ্চারণ কিসের মতো হয় ?-ঙ এর মতো
বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?-৭টি
কোন তিনটি বর্ণের পর ‘ন’ হলে তা মূর্ধন্য ‘ণ’ হয়?-ঋ, র, ষ
কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?-খ,ঝ
নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?-চ
নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?-চ
বাংলায় ণ এবং ন বর্ণে দ্যোতিত ধ্বনি দুটিতে কি আছে ?-ঐক্য
বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি?-২৫টি
‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনির প্রতীক?-যৌগিক স্বরধ্বনি
কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?-প ফ ব ভ
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?-ধ্বনি
বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?-৭টি
স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় ?-সংক্ষিপ্ত আকারে
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?-ঐ
উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণে কোন দ্যোতিত ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয় ?-অ স্বরধ্বনি
‘ষ্ণ’ সংযুক্ত ব্যঞ্জন বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?-ষ + ণ
কোনটি মৌলিক স্বরধ্বনি?-ই
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?-ধ্বনিতত্ত্ব
নিচের কোনটি দন্তমূলীয় বর্ণ?-ধ
কোনটি নাসিক্য ধ্বনি?-ম
কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় না ?-অঘোষধ্বনি
ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি ?-মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ্য
বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা --সাত
বাংলা স্বরবর্ণে স্বরধ্বনিমূল কয়টি?-সাতটি
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?-ধ্বনি
কোনটি মহাপ্রাণ ধ্বনি?-ঝ
কোনগুলো দ্বিওষ্ঠ ধ্বনি ?-প, ফ, ব, ভ, ম
উচ্চারণ বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয় ?-ঘোষধ্বনি ও অঘোষধ্বনি
নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?-চ
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?-৭টি
বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি?-৩টি
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?-পিশাচ > পিচাশ
কোনগুলো জিহ্বামূলীয় ধ্বনি?-ক, খ, গ, ঘ, ঙ
উচ্চারণ স্থানের দিক দিয়ে স্পর্শধ্বনিকে কয়টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয় ?-৫ টি
কোনটি মূল ধ্বনি নয়?-ঔ
নিচের কোনগুলো কণ্ঠধ্বনি?-ক খ গ ঘ ঙ
উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?-ওষ্ঠ্য ধ্বনি
বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ কি কি ?-ঐ + ঔ
অনেকে য, র, ল এর পরে আরো একটি ব্যঞ্জনবর্ণের উল্লেখ করে থাকেন। এ বর্ণটি কি ?-ব
স্কুল > ইস্কুল - এখানে কোন ধরনের পুরিবর্তন ঘটেছে?-আদি সরাগম
‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে নিম্নরূপে --ষ + ণ
কোন দুটি যৌগিক বর্ণ?-ঐ, ঔ
উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধ্বনিগুলো কত ভাগে বিভক্ত?-৫ ভাগে
একই সঙ্গে ‍উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?-যৌগিক স্বর
কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঐ' ধ্বনি সৃষ্টি হয় ?-অ + ই
বর্ণ কিসের প্রতীক?-ধ্বনি
ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় ?-স্পর্শধ্বনি
যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না, তাকে বলে --অঘোষ বর্ণ
বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ কয়টি?-২টি
কোন পাঁচটি বর্ণ উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে?-ট ঠ ড ঢ ণ
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?-ধ্বনি
বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে, এগুলো কি কি?-ধ্বনি, শব্দ, বাক্য
ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?-ধ্বনিতত্ত্ব
ভাষার মূল উপাদান হচ্ছে --ধ্বনি
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?-ধ্বনি
নিচের কোনটি তালব্য বর্ণ গুচ্ছ ?-চ,ছ,জ,ঝ,ঞ
‘কাঁদনা > কান্না’ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?-সমীভবন
বাংলাভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয় ?-২ ভাগে
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?-৭টি
নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?-প্রাতিপদিক
বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?-দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
কোনগুলো কন্ঠধ্বনি ?-ক,খ,গ,ঘ,ঙ
ক ধ্বনিকে 'ক' অক্ষর বলতে চাইলে তার সাথে কি যোগ করতে হয় ?-অ-ধ্বনি
'ৎ' বর্ণটি নিচের কোনটির খন্ডরূপ ?-ত
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?-কার
কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঔ' ধ্বনি সৃষ্টি হয় ?-ও এবং উ

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics