পঙ্ক্তি ও উদ্ধৃতি এবং ছদ্মনাম উপাধি ও প্রবর্তক

'হুতোম প্যাঁচা' কার ছদ্মনাম?-কালীপ্রসন্ন সিংহ
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?-রঙ্গলালা বন্দ্যোপাধ্যায়
'বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/ অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধেক তার নর'- কবির নাম?-কাজী নজরুল ইসলাম
'ভানুসিংহ' কার ছদ্মনাম?-রবীন্দ্রনাথ ঠাকুর
মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না- কার কথা?-রবীন্দ্রনাথ ঠাকুর
'গগনে গরজে মেঘ, ঘন বরষা' ................................. রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা। কবিতার দ্বিতীয় লাইনটি হবে.........-কুলে একা বসে আছি, নাহি ভরসা।
'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর'- এই পংক্তিটি কার রচনা?-শেখ ফজলল করিম
বাংলা গদ্যের জনক কে?-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
'ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা'- অংশটুকুর রচয়িতা কে?-রবীন্দ্রনাথ ঠাকুর
নিচের উদ্ধৃতাংশ কবি শামসুর রাহমানের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? 'পৃথিবীত এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষনার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,'-তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
'ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত'- এই চরণটি লিখেছেন---সুভাষ মুখোপাধ্যায়
'কালকূট' নিম্নোক্ত একজনের ছদ্মনামঃ-সমরেশ বসু
বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা, কূপ-মন্ডুক 'অসংযমী'র আখ্যা দিয়াছে যারে,- এর পরের লাইন কোনটি?-তারি তরে ভাই রচে যায়, বন্দনা করি তারে,
কোন লেখক ব্যাক্তিগত রচনাগুলো 'রৈবতক' ছদ্মনামে লিখতেন?-অজিত দত্ত
'কালকূট' ছদ্মনামে লিখতেন কোন লেখক?-সমরেশ বসু
কোন কবি ছন্দের জাদুকর নামে অভিহিত?-সত্যেন্দ্রনাথ দত্ত
'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে'- উক্তিটি কার?-সঞ্জীব চট্টোপাধ্যায়ের
রূপসী বাংলার কবি হিসাবে খ্যাতিমান---জীবনানন্দ দাশ
'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' চরণ দুটি কার লেখা?-শেখ ফজলল করিম
বাংলা সাহিত্যে কাকে 'ছন্দের যাদুকর' বলা হয়?-সত্যেন্দ্রনাথ দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'অতি অল্প হইল', 'আবার অল্প হইল' ইত্যাদি গ্রন্থগুলো কোন নামে প্রকাশ করেন?-কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি ছদ্মনামে লেখেন?-ব্রজবিলাস
দেবেন্দ্রনাথ ঠাকুরকে 'মহর্ষি' উপাধি দেন কে?-ব্রাক্ষ সমাজ
"ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা"- পংক্তির লেখক কে?-দ্বিজেন্দ্রলাল রায়
বাংলা কাব্যে 'অমিত্রাক্ষর ছন্দ' প্রবর্তন করেন কে?-মাইকেল মধুসূদন দত্ত
বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল?-বিদ্বদ্বল্লভ
পরশুরাম ছদ্মনামে হাস্যরসাত্মক গল্প লিখতেন?-রাজশেখর বসু
ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে 'নাইট হুড' উপাধি পান?-১৯১৫ সালের ৩ জুন
'অধর্মের মধুমায়া নিস্ফল ভূলি আনন্দে নাচিছে পুত্র; স্নেহমোহে ভূলি কেড়ে লও , ফেলে দাও , কাঁদাও তাহারে।' কবিতাংশের মূল কবিতা ও রচয়িতা---গান্ধারীর আবেদন- রবীন্দ্রনাথ ঠাকুর
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' কে বলেছেন?-চণ্ডীদাস
বহুদিন ধরে সাবান ছিলনা বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা। কিন্তু আমার মনে হলো চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের হৃদয়'- কোন গ্রন্থের উদাহরণ?-দেশে-বিদেশে
"যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে"। উক্তিটি কোনটির অন্তর্গত?-হৈমন্তী
অমিত্রাক্ষর ছন্দের আবিষ্কার করেন কে?-মাইকেল মধুসূদন দত্ত
'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'- এই উক্তিটি কার?-প্রমথ চৌধুরী
কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?-প্রমথ চৌধুরী
কালীপ্রসন্ন সিংহের 'হুতোম প্যাঁচার নকশা' কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল?-হুতোম প্যাঁচা
'ওরা শহীদ ওরা আমার ভাই ওদের দানের তুলনা যে নাই' - চরণ দুটির রচয়িতা কে?-মোহাম্মদ মনিরুজ্জামান
রাজশেখর বসুর ছদ্মনাম হলো?-পরশুরাম
‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে/কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’- এই পঙ্ক্তি দুটির স্রষ্টার নামঃ-কুসুমকুমারী দাশ
'রে পথিক ! রে পাষাণ হৃদয় ! কি লোভে এতো ত্রস্তে দৌঁড়িতেছে? কি আশায় খণ্ডিত শির বর্শার অগ্রভাগে বিদ্ধ করে লইয়া যাইতেছে? এ শিরে হায় ! এ খণ্ডিত শিরে তোমার প্রয়োজন কি?' উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের?-বিষাদ সিন্ধু
'অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে'- পঙ্ক্তির স্রষ্টা---সুধীন্দ্রনাথ দত্ত
'কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' - এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?-কাজী নজরুল ইসলাম
'মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা'- রচয়িতা---অতুল প্রসাদ সেন
'জ্ঞান যেখানে সীমাবন্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।'- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?-শিখা
'রায়গুণাকর' কার উপাধি?-ভারতচন্দ্র
বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
'এলিয়ে খোঁপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরব না' অংশটুকুর রচয়িতা---আল মাহমুদ
প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি?-টেকচাঁদ ঠাকুর
'তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন।' নিম্নের কোনটি থেকে নেয়া?-একুশের গল্প
'প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে' চরণ দুটির রচয়িতা কে?-শেখ ফজলল করিম
নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ি মুখে সারিগান-লা শরীক আল্লাহ।-খেয়াপারের তরনী
'ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' - দিয়ে শুরু সঙ্গীতের রচয়িতা কে?-দ্বিজেন্দ্রলাল রায়
বাংলা সাহিত্যের কোন সাহিত্যিক 'গাজী মিঞা' হিসাবে পরিচিত?-মীর মোশাররফ হোসেন
'সব কটি জানালা খুলে দাও না'- এর গীতিকার কে?-নজরুল ইসলাম বাবু
'পাঠকের মৃত্যু' রচয়িতা বনফুলের প্রকৃত নাম----বলাইচাঁদ মুখোপাধ্যায়
'এক বার মনে হইল ফিরিয়া যায় জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি...... নদীবক্ষে ভাসমান পথিকের হৃদয়ে এই তথ্যের উদয় হইল ফিরিয়া ফল কি এই পৃথিবীতে কে কার?'- কার লেখা?-রবীন্দ্রনাথ ঠাকুর
'পথিক তুমি পথ হারাইয়াছ' কথাটি কার?-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী কত সালে 'মহামহোপাধ্যায়' উপাধি লাভ করে?-১৮৯৮ সালে
দীনেশ্চন্দ্র সেনকে 'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত করেন কে?-ভারত সরকার
'শান্তিপুরের কবি' বলা হয় কাকে?-মোজাম্মেল হককে
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়'- চরণটি কার রচনা---রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?-বিহারীলাল চক্রবর্তী
'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে'- উক্তিটি করেছেন---প্রমথ চৌধুরী
'ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারি লাগিয়া।' -- লেখাটি কার?-মোহিতলাল মজুমদার
'বাংলার স্কট' বলা হয় কাকে?-বঙ্কিমচন্দ্রকে
কার মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ তার স্যার উপাধি ত্যাগ করা প্রতিবাদলিপিটি পাঠ করেন?-রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর
'অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে, সারা গাঁও ধরি খুঁজিয়া ফিরিব তোরি নাম বলে বলে'- চরণ দুটি কার রচনা?-জসীমউদ্দীন
'কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা তুই কবে আসবি'- অপেক্ষমান মায়ের আকুতিপূর্ণ এই পংক্তি রচিত হয়েছিল---'৫২-এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা
দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম কি?-বাহরাম খান
'নীললোহিত' কার ছদ্মনাম?-সুনিল গঙ্গোপাধ্যায়
'যাযাবর' ছদ্মনামের অন্তরালে আত্মগোপন করে আছেন----বিনয় মুখোপাধ্যায়
'জাতির পতাকা আজ খামচে ধেরেছে সেই পুরোনো শূকন' - স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুথানে রচিত 'বাতাসে লাশের গন্ধ' কবিতার বহুল উচ্চারিত এ পংক্তির বিক্ষুব্ধ কবির নাম?-রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
'দৃষ্টিহীন' কার ছদ্মনাম?-দক্ষিণারঞ্জণ বসু
'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতার এই অংশ বিশেষের রচয়িতা----সত্যেন্দ্রনাথ দত্ত
'এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'- এই স্মরণীয় পঙ্ক্তি রচনা করেছেন---হেলাল হাফিজ
কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তি নিকেতনে গিয়ে ডি লিট উপাধি প্রদান করে?-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি' কোন কবির কবিতা থেকে নেয়া অয়েছে?-মাইকেল মধুসূদন দত্ত
'আমার সন্তান যেন থাকে দুধেভাতে' - এ প্রার্থনাটি করেছে----ঈশ্বরী পাটনী

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics