বাংলা ভাষা লিপি এবং মুদ্রন ব্যবস্থার ইতিহাস
উপভাষা (Dialect) কোনটি?-অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?-বাংলা
বাংলা ভাষার বয়স কত?-১০০০ বছর
পূর্ব ভারতীয় বর্ণমালা (কুটিল) থেকে কোন বর্ণমালার উদ্ভব?-বাংলা বর্ণমালা
সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?-ঐতরেয় আরণ্যক
‘প্রাকৃত শব্দটির অর্থ -----স্বাভাবিক
কোন ভাষাকে উত্তরাপথের 'Lingua Franca' বলা হতো?-শৌরসেনী ভাষাকে
ইন্দো-ইউরোপীয় ভাষার কটা শাখা?-দুটো
বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে অধিকাংশ ভাষাবিদের মত কোনটি?-দশম শতাব্দী
মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?-ভাষা
বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?-ইন্দো-ইউরোপীয়
মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে--ভাষা
শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় কত সালে?-১৮০০ সালে
চার্লস উইলকিন্স হুগলিতে বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে?-১৭৭৮
লোক সংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান---ষষ্ঠ
ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল--ব্রাহ্মী ও খরোষ্ঠী
কোন লিপি ডান দিক থেকে লেখা হত?-খরোষ্ঠী লিপি
শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য?-প্রথম বাংলা মুদ্রণ
বাংলা লিপির স্থায়ী গঠন রূপ কোন আমলে শুরু হয?-সেন আমলে
ব্রজবুলি কি?-মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?-দশম থেকে চতুর্দশ শতাব্দী
ভারতীয় সমস্ত লিপিরই আদী জননী কে?-ব্রাক্ষী লিপি
কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়?-গুপ্ত আমল
বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?-অপভ্রংশ
বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?-ব্রাক্ষী লিপি
খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে কে ব্যাকরণের সূত্র নির্দিষ্ট করে দেন?-পাণিনি
উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?-১৪৯৮ সালে
বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?-খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
বাংলা ভাষার উৎপত্তি হয়েছে--মাগধী প্রাকৃত থেকে
বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন?-পাঠান আমালে
বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?-রংপুরে
প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?-ঋগ্বেদের মন্ত্রগুলোতে
বাংলা ভাষা কোন মূল ভাষাবংশের অন্তর্গত?-ইন্দো-ইউরোপীয়
বাংলা ভাষার উদ্ভব হয় ----সপ্তম খ্রিস্টাব্দে
বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?-অস্ট্রিক
পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা কোনটি?-মান্দারিন
কোন সম্রাট তার শাসনামালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন?-আশোক
কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছএ প্রভাব বিস্তার করে?-দশম-একাদশ শতকে
প্রাকৃত ভাষার সময়কাল কোনটি?-খ্রি.পূ. ৬০০ - ৬০০ খ্রিস্টাব্দ
বাংলা লিপির উৎস কি? অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?-ব্রাক্ষী লিপি
আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?-প্রাচীন ভারতীয় আর্যভাষা
ভারতীয় মৌলিক লিপি কোনটি?-ব্রাক্ষী
বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে--১৮০০
কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অবিহিত হয়?-মুসলমান আমলে
কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড.মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?-গৌড় অপভ্রংশ
কোন সম্রাটের শাসনকার্যের বিষয়াবলী এখনো পাথরের গায়ে খোদাই করা লিপিতে রক্ষিত আছে?-সম্রাট অশোক