প্রাচীন যুগ

'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?-চর্যাপদ
চর্যার ভাষা সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন---ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
'পজঝটিকা' কি?-সংস্কৃত ছন্দ
কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছে বলে জানা যায়?-পাল আমলে
চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?-বৌদ্ধধর্মের গূঢ় তত্ত্বকথা
জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন?-রাজা লক্ষণ সেনের
'টালত মোর ঘর নাহি পড়বেশী, হাড়ীত ভাত নাহি নিতি আবেশী।' চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে?-দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র
চর্যাপদে কোন ধর্মের তত্ত্বকথা বিধৃত হয়েছে?-বৌদ্ধ
হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যার ভাষা ছিল---আলো আঁধারি ভাষা
'চর্যাপদ' কোন ধর্মালম্বীদের সাহিত্য?-সহজিয়া বৌদ্ধ
চর্যাপদের কোন রচয়িতা বাঙালি ছিলেন?-শবরপা
চর্যাপদে সমাজের কোন শ্রেণীর প্রসঙ্গ আলোচিত হয়েছে?-অন্ত্যজ শ্রেণী
১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' কর্তৃক চর্যাপদ গ্রন্থটি কি নামে প্রথম প্রকাশিত হয়?-হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?-১৯১৬ সালে
বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?-সহজযানী
চর্যাপদ নেপালের কোথা থেকে আবিষ্কৃত হয়?-রাজগ্রন্থাগার থেকে
চর্যার পদগুলো আবিস্কৃত হয়েছে কোথা থেকে?-নেপাল থেকে
চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে?-লুইপা
চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?-দশ
চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয়?-পশ্চিম বাংলার প্রাচীন কথ্যভাষা

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics