প্রত্যয়

প্রত্যয়ান্ত শব্দ থেকে প্রত্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে কি বলে ?-প্রকৃতি
যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে ?-প্রকৃতি
‘উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ-প্রত্যয়জনিত
কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে ?-জেলে
‘কার্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ঠিক?-কৃ+য
প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?-নীল + ইমন = নীলিমা
'শ্রমী' এর প্রকৃতি -প্রত্যয় কোনটি ?-শ্রম + ইন
‘হিংসুক’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-হিংসা+উক
কৃদন্ত পদ গঠনে যদি আদিস্বর পরিবর্তিত হয়, তবে তাকে কি বলে ?-বিয়োগ
‘মহিমা’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?-মহৎ + ইমন
বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় ?-প্রাতিপাদিক
কানাই, নিমাই কোন অর্থে তদ্ধিত প্রত্যয় ?-আদরার্থে
অন প্রত্যয় যোগে সাধারণত কোন শব্দ গঠিত হয় ?-ক্রিয়াবাচক বিশেষ্য
'বর্ধিষ্ণু' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-বৃধ + ইষ্ণু
উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?-প্রত্যয়জনিত
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?-খণ্ডিত
'মেধাবী' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-মেধা+বীন
‘ঢাকাই’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় হবে--ঢাকা+আই
তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয় ?-নাম প্রকৃতি
'শৈশব' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-শিশু + ষ্ণ
প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয় ?-√
‘জল’ শব্দের সাথে বিভিন্ন প্রত্যয় যোগে বিশেষণ হয়। কোনটি ভুল বিশেষণ?-জলতা
ডিঙি+আ=ডিঙা-এখানে ‘আ’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে?-বৃহদার্থে
‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-শিশু + ষ্ণ
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?-খেলনা
বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে ?-ডিঙা
‘আই’ প্রত্যয় যোগে কোনটি আদর অর্থে ব্যবহৃত হয়?-কানাই
‘জ্ঞানবান’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?-জ্ঞান+বতুপ
সূর্য শব্দটিতে নিচের কোন প্রত্যয় যুক্ত হয়েছে ?-ষ্ণ্য
যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলা হয়?-প্রত্যয়
নিচের কোনটি 'মানব' এর সঠিক প্রত্যয় ?-মনু + ষ্ণ
কোন ই/ঈ প্রত্যয় বৃত্তি বা পেশা অর্থে ব্যবহৃত হয়েছে?-রাখালি
ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে --কৃৎ প্রত্যয়
ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয়--কৃদন্ত শব্দ
ভাববাচক বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়?-আই
কোনটি ‘নিপাতনে সিদ্ধ’ প্রত্যয়যুক্ত শব্দ?-সৌর
'রাঁধুনী' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-রাঁধ + উনি
ভাববাচ্য বিশেষ্য গঠনে কোন প্রত্যয় ব্যবহৃত হয় ?-আই প্রত্যয়
'দ্রাঘিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-দীর্ঘ+ইমন
কৃদন্ত পদ গঠনে যদি নতুন স্বরের আগমন হয়, তবে তাকে কি বলে ?-বৃদ্ধি
ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করলে কোন পদ হয় ?-ক্রিয়া
'চলন্ত' শব্দটির ক্রিয়ামূল কোনটি?-চল্
কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি ?-মালা
নিচের কোনটি ‘সৃষ্টি’ এর প্রকৃতি ও প্রত্যয়?-সুজ্ + তি
'সওদাগর' শব্দের গর কোন ভাষা থেকে আগত ?-ফারসি
প্রাতিপাদিক এর অপর নাম কি ?-মূল শব্দ
'মানব' কোন ধরনের প্রত্যয় ?-সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
‘পিতা’ কিভাবে ‘পৈত্রিক’ -এ রূপান্তরিত হয়েছে?-পিতা+ইক
‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?-দুল্+অন
ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?-আই
‘দাতব্য’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?-দা+তব্য
কোনটি সঠিক সংস্কৃত কৃৎ প্রত্যয়?-কৃ+তব্য
কোনটি ‘অনা’ প্রত্যয় গঠিত শব্দ?-খেলনা
‘চলনসই’ শব্দের ‘সই’ --বিদেশি তদ্ধিত প্রত্যয়
বহতা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-বহ + তা
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় ?-ছাপা + খানা
নিচের কোনটিতে বিশেষ্য পদ গঠনে 'র' প্রত্যয় ব্যবহৃত হয়েছে ?-মধুর
কোনটি বিশেষ নিয়মের প্রত্যয় যোগে সাধিত শব্দ ?-মতি
‘নেতা’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-নৈ+তা
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?-খণ্ডিত
‘বার্ষিক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?-বর্ষ + ষ্ণিক
ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয় ?-কৃৎ প্রত্যয়
'মেধাবী' শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি ?-মেধা + বিন
নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ ?-সার্বভৌম
‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-মনু + ষ্ণ
‘হৈমন্তিক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?-হেমন্ত+ষ্ণিক
কর্তব্য শব্দের ধাতু কোনটি ?-কৃ
মাইকেলী নাম ধাতুজাত ক্রিয়াপদ কোনটি ?-হারায়
'মুক্তি' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-মুচ + ক্ত
'লাজুক' -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-লাজ + উক
ক্রিয়ামূলকে কি বলা হয় ?-ধাতু
ধাতু বা প্রকৃতির অন্ত্যধ্বনি আগের ধ্বনির নাম কি ?-উপধা
'সূর্য' শব্দের প্রকৃতি-প্রত্যয় কি?-সুর + য
দর্শন - শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-দৃশ + অনট
গুণ ও বৃদ্ধি বলা হয় --কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ নয়?-বাচ্য
ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি ?-নতুন শব্দ গঠন
'নন্দন' এর সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি ?-√নন্দি + অন
‘তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ কোন ধরনের বাক্য?-যৌগিক
'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?-শ্র + √ধা + আ
পাকড়াও' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-পাকড় + আও
যে শব্দ বা শব্দাংশের অংশকে আর কোনো বিশ্লেষণ বা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, তাকে বলে --প্রকৃতি
শ্রবণ - শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-শ্রু + অন
‘মাধ্যমিক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?-মাধ্যম+ষ্ণিক
বিদেশী তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত সাধিত শব্দ কোনটি ?-পানসে
'কারক' শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি ?-√কৃ + ণক
ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায় ?-আই
চলিষ্ণু -শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-চল + ইষ্ণু
প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?-উৎকৃষ্ট
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?-জেলেনী
'মহিমা' -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-মহৎ + ইমন
কোন শব্দটিতে বিদেশী প্রত্যয় ব্যবহৃত হয়েছে?-চালবাজ
‘মশারি’ এর প্রকৃতি-প্রত্যয় হচ্ছে--মশা+অরি
সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি ?-বাঘা
'চালান' - এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-চাল + আন
কৃৎ প্রত্যয়যোগ গঠিত শব্দ কোনটি?-মোড়ক
'পৈতৃক' এর সঠিক প্রত্যয় কোনটি ?-পিতা + ইক
‘মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-মহৎ + ইমন
অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?-নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
‘সৃষ্টি’ এর প্রকৃতি প্রত্যয়?-<সৃজ্ + তি
বুদ্ধিমান শব্দের প্রকৃতি ও প্রত্যয় --বুদ্ধি + মতুপ
নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?-শুভেচ্ছা
তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?-নাম প্রকৃতি
কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?-পাঠক
‘প্রচলিত’ শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?-ইত প্রত্যয়
উপসর্গ ও প্রকৃতির মাঝখানে কোন চিহ্ন ব্যবহৃত হয় ?-ড্যাশ (-)
‘কুলীন’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?-কুল+নীন
পবন শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-√পো + অন
‘পাহারাদার’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?-পাহারা+দার
মানব শব্দটি কোন প্রত্যয় ?-সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
'যশস্বী' এর সঠিক প্রত্যয় কোনটি ?-যশঃ + বিন
লেঠেল শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-লাঠি + আল
নিচের কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে ?-মেছো
'যৌবন' শব্দের সঠিক প্রত্যয় কোনটি ?-যুব + অন
কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ’ হয় না?-সাৎ
কৃৎ প্রত্যয়সাধিত পদটিকে কি বলা হয় ?-কৃদন্ত পদ
'চৌকিদার' শব্দের দার কোন ভাষা থেকে এসেছে ?-ফারসি
শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে?-প্রত্যয়
‘গমন’ শব্দের মূল ধাতু কোনটি?-গম্
ডিঙা শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-ডিঙি + আ
‘খোদা+আই’ কোন প্রত্যয়?-সংস্কৃত কৃৎ প্রত্যয়
'বধ' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?-ইন + অল
'চলন্ত' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-চল + অন্ত
বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?-চামার
বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?-মোড়ক
তদ্ধিত প্রত্যয় কয় প্রকার ?-৩
নিচের কোনটি কৃদন্ত শব্দ ?-ঘাট + তি = ঘাটতি
'চৈনা' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি ?-√চিন + আ
যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে তাকে বলে --প্রত্যয়
ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ হয় , তাকে কি বলে ?-ইৎ
ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরী হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে কি বলে ?-প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি
ভৌগলিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-ভূগোল + ষ্ণিক
বাংলা কৃৎ প্রত্যয় কোনটি?-কাট+আরী
'নীলিমা' শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি ?-নীল + ইমন
‘মানব’ কোন প্রত্যয়?-সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ?-ডুবন্ত
নিচের কোন শব্দের ধাতুর সাথে প্রত্যেয় যুক্ত ?-টেকো
‘মানী’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?-মান+ঈন
নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?-খন্ডিত
উড়ন্ত শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-√ঊড় + অন্ত
“পাঠক” শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত?-সংস্কৃত
নিচের কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ ?-ডুবন্ত
বিশেষণ গঠনে কোন প্রত্যয় ব্যবহার করা হয় ?-অন্ত প্রত্যয়
‘নী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?-মেধাবিনী
ঘরামী, ছেলে, মেছে কোন অর্থে তদ্ধিত প্রত্যয় ?-বৃত্তি বা উপজীবিকা
প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?-রূপতত্ত্ব
ষ্ণ প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয় ?-বৃদ্ধি
‘মেঠো’ -এর প্রকৃতি প্রত্যয় কি?-মাঠ+উয়া
চোর+আই = চোরাই-‘আই’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে?-বিশেষণ গঠনে
কোন শব্দ প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে?-কেষ্টা
নিচের কোনটি বিশেষ নিয়মে প্রত্যয়যোগে সাধিত শব্দ ?-মতে
বাংলা ভাষায় যে সকল বিদেশী প্রত্যয় নতুুন নতুম শব্দ গঠন সাহায্য কররেছে , তাদের অধিকাংশ কোন ভাষা থেকে গৃহীত ?-ফারসি
নিচের কোন শব্দের ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে ?-পঠিত
প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?-উৎকর্ষ
‘বর্ষীয়ান’ এর প্রত্যয় --বৃদ্ধ + ঈয়স
প্রত্যয় কত প্রকার?-২ প্রকার
ধাতুর পরে সাধারণত কোন প্রত্যয় যুক্ত করে ক্রিয়াবাচক বিশেষ্য গঠন করা হয় ?-অন প্রত্যয়
‘চাষী’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?-চাষ+ঈ
কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ নয় ?-ভাবুক
নিচের কোনটি উপসর্গযুক্ত কৃদন্ত পদের উদাহরণ ?-অধোয়া
'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি ?-√দীপ + শানচ
চরণ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-√চর + অন
তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?-ছুতার
নিচের কোনটি প্রত্যয়সাধিত?-খণ্ডিত
নিচের কোনটি 'শক' 'শোক' এর সঠিক প্রকৃতি -প্তায় ?-√শুচ + ঘঞ
ছুটি শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-√ছুট্ + ই
কোন প্রত্যয় যুক্ত কৃদন্ত পদে সাধারণত দ্বিত্ব প্রয়োগ হয় ?-অ
‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-শিশু + ষ্ণ
‘উৎকর্ষতা’ কি কারণে অশুদ্ধ?-প্রত্যয়জনিত
ঘটকালি - শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-ঘটক + আলি
সিক্ত শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-√সিচ্ + ক্ত
‘চোর’ শব্দে ‘আ’ প্রত্রয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ পায়?-অবজ্ঞা
নিচের কোনগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ ?-ইমন, ইষ্ঠ, ঈন
নিচের কোনটি দ্বন্দ্বের প্রকৃতি নয়?-পরিবেশের প্রভাব
'শূন্' কোন ধাতুর উদাহরণ?-সাধিত ধাতু
‘মেছো’ শব্দের ‍প্রকৃৃতি প্রত্যয়য কী?-মাছ + উয়া>ও
‘জীবন্ত’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?-জীব+অন্ত
নিচের কোনটি সংস্কৃত প্রত্যয় যুক্ত শব্দের উদাহরণ ?-মুক্তি
‘কান্না’ শব্দটির প্রকৃতি প্রত্যয় কি হবে?-কাঁদ+না
বাঘ+আ=বাঘা-এখানে ‘আ’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে?-সাদৃশ্য অর্থে
নিচের কোনটি বিশেষ নিয়মের প্রত্যয়যোগে গঠিত শব্দ ?-মতি
প্রত্যয়গত ভাবে শুদ্ধ কোনটি-উৎকর্ষ
শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে --তদ্ধিত প্রত্যয়
ঈশ্বর শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-√ঈশ্ + বর
‘ষ্ণ’ প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়?-বৃদ্ধি
ই, ঈ, এর স্থলে এ; উ, ঊ এর স্থলে ও এবং ঋ এর স্থলে অর হলে তাকে কি বলে ?-বৃদ্ধি
প্রকৃতি ও প্রত্যয় নির্নয় কোনটি ঠিক?-উৎ + ভিদ
'উক্ত' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?-√শম + ক্তি
কোনটি কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ?-জ্বলন্ত
বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-বর্ষ + ষ্ণিক
‘ত্যাগ’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-ত্যজ্+ঘঞ
প্রত্যয় শব্দের কোথায় বসে ?-পরে
ফেনিল শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?-ফেন + ইল
ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?-আই
অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি ?-লেজুড়ে
নিচের কোনটি কর্তৃবাচ্য কৃৎপ্রত্যয়ের উদাহরণ ?-√পড় + উয়া (পড়ুয়া)
'হৈমন্তিক' -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-হেমন্ত + ষ্ণিক
ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয়যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে কি বলা হয় ?-কৃদন্ত শব্দ
নিচের কোন প্রত্যয়যুক্ত কৃদন্ত পদে সাধারণত দ্বিত্ব প্রয়োগ হয় ?-অ
উক্তি -শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-বচ + তি
কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ ?-সৌর
নিচের কোনটি বিদেশী তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ ?-তাঁবেদার
নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি ?-প্রত্যয়
‘অনা’ প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?-দোলনা
‘শান্তি’-এর প্রকৃতি প্রত্যয় কি?-শম+ক্তি
জয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?-জি + অয়
কোনটি প্রত্যয়যোগে গঠিত শব্দ?-বিরতি
উয়া/ও প্রত্যয়যোগে বিশেষণ কোনটি?-শহুরে
‘শীতল’-এর প্রকৃতি কোনটি হবে?-শীত+ল
শুধুমাত্র কোন বাচ্যে অ প্রত্যয় যুক্ত হয় ?-ভাববাচ্যে
চোর শব্দে আ প্রত্যয় যুক্ত করলে কি অর্থ প্রকাশ করে ?-অবজ্ঞা
‘মনু+ষ্ণ’-এর মূলভাব কোনটি?-মানব

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics