ধ্বনি ও বর্ণ

বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?-পাঁচ
যৌগিক স্বরের অপর নাম কি ?-সান্ধ্যক্ষর
নিচের কোন দুটি বর্ণের সমষ্টি 'হ্ম' যুক্ত বর্ণটি ?-হ + ম
কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?-মহাপ্রাণ ধ্বনি
যৌগিক স্বরধ্বনিকে বলা হয়---উপরের সবগুলো
কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?-ঘোষ ধ্বনি
জ্ঞ-যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গটিত হয়?-জ+ঞ
কণ্ঠ্য বা জিহবামূলীয় বর্ণ কয়টি?-৫ টি
বাংলায় নাসিক্য ধ্বনি ক’টি?-পাঁচটি
কোন বর্ণের দ্যোতিত ধ্বনির উচ্চারণ জিহ্বার গোড়ার দিকে নরম তালুর পশ্চাৎ ভাগ স্পর্শ করে ?-ক - বর্গীয় ধ্বনি
বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি-৬টি
কোন দুটি অঘোষ ধ্বনি?-চ ছ
শব্দে 'অ' ধ্বনির কোন কোন দুরকম উচ্চারণ পাওয়া যায় ?-বিবৃত ও সংবৃত উচ্চারণ
নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয়?-ল
ঞ্জ - কে ভাঙলে কোনটি হবে ?-ঞ + জ
যৌগিক স্বরধ্বনি কয়টি?-২টি
হ বর্ণে দ্যোতিত ধ্বনিটি কণ্ঠনালীতে উৎপন্ন হয় বলে মূলত সেটিকে কি বলে ?-উষ্ম ঘোষধ্বনি
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে?-৩২টি
অন্তঃস্থ বর্ণ -এর উচ্চারন ইংরেজি কম র-Y
উচ্চারণের সঙ্গে কোনটির সংশ্লিষ্ট ?-IPA
জ্ঞ - কে ভাঙলে কোনটি হবে ?-জ + ঞ
মূল স্বরধ্বনি নয় কোন গুলো?-ঐ, ঔ
কোনটি সঠিক ?-সংস্কৃতে এ দুটি পার্থক্য ছিল
ই-ধ্বনির পরের অ বিবৃত হওয়ার উদাহরণ কোনটি ?-গঠিত
তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত্য 'অ" কি হয় ?-সংবৃত
বাংলায় কয়টা মৌলিক স্বরধ্বনি আছে?-সাতটা
'র' বর্ণে দ্যেতিত ধ্বনি জিহ্বাকে দোলা দেয় বলে এ ধ্বনিকে কি ধ্বনি বলা হয় ?-কম্পনজাত ধ্বনি
বাংলা ভাষায় কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয় ?-য ও ব
কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?-শ, ষ, স, হ
নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না ?-ঙ, ং, ঞ, ণ
একই সংগে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?-যৌগিক স্বর
বাংলা বর্ণমালা কোন লিপির বিবর্তিত রূপ ?-ব্রাহ্মী
কোনটি অঘোষ হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি ?-ঃ
দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কি বলে ?-অযোগবাহ বর্ণ
একাক্ষর শব্দে আ -এর উচ্চারণ কিরূপ হয় ?-দীর্ঘ
উচ্চারণরণ স্থানের দিক দিয়ে স্পর্শ্বধ্বনিকে কয়টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়?-৫টি
নিচের কোনগুলো নাসিক্য ধ্বনির অন্তর্ভূক্ত?-ণ ন ম
যে যে বর্ণের সমন্বয়ে ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে, সেগুলো নির্দেশ করুন--ষ + ণ
বাংলায় ক’টা স্বরধনি আছে?-এগারটি
বাংলা ভাষায় দীর্ঘ স্বরবর্ণের সংখ্যা কয়টি ?-৭ টি
‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে জাত?-ক + ষ
যুক্তবর্ণের য ও ব উচ্চারিত হওয়ার সময় যে বর্ণটি সাথে যুক্ত হয় সেটি দ্বিত্ব হয়ে উচ্চারিত হয়। যেমন --সত্য
'হ' বর্ণে দ্যেতিত ধ্বনিটি কন্ঠনালীতে উৎপন্ন হয় বলেই মূলত তাকেই কি বলে ?-উষ্ম ঘোষধ্বনি
‘ষ্ণ’ যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায়?-ষ্+ণ
ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?-৬ টি
ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা?-হাত
'ক্ষ' যুক্ত বর্ণটি ভাঙলে কোন বর্ণ পাওয়া যায় ?-ক + ষ
‘ফ’ ধ্বনিটির ধ্বনিতাত্ত্বিক পরিচয় হল--ওষ্ঠ্য, মহাপ্রাণ ও অঘোষ
উষ্মবর্ণের উচ্চারণ স্থান কোনটি ?-পশ্চাৎ দন্তমূল
কোন দু’টি মহাপ্রাণ ধ্বনি?-খ, ঝ
ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবেই আগমন ঘটে---স্বরধ্বনি
নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?-প
অঘোষ অল্পপ্রাণ দ্যোতিত বর্ণ কয়টি?-৩ টি
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?-১১টি
‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?-ক+ষ
যে সকল স্বরবর্ণ উচ্চারণে মুখ সম্পূর্ণ খোলা থাকে না, আবার বাতাস একেবারে বন্ধ ও থাকে না, সে সকল বর্ণকে বলে---স্পৃষ্ট বর্ণ
সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ‘ঋ’ কোন বর্ণের মধ্যে রক্ষিত?-স্বরবর্ণে
বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি?-২৫টি
চ-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?-ঞ
যুগ্ম স্বর ধ্বনির প্রতীক কয়টি ?-দুটি
ক্ষ কে ভাঙলে কোনটি হয় ?-ক + ষ
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?-ফলা
উচ্চারণের বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয়?-অঘোষ ও ঘোষ ধ্বনি
অন্তঃস্থ বর্ণ ব -এর উচারণ ইংরেজি কোন বর্ণের মতো ?-W
একাক্ষরবিশিষ্ট শব্দ সব সময় কি হয় ?-দীর্ঘ
আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?-পয়তাল্লিশটি
অন্তঃস্থ বর্ণ কোন দুটো?-য এবং র
কোন শব্দে - এর প্রকৃত উচ্চারণ বব্জায় রয়েছে ?-পথে ঘাটে
কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়?-ব্যঞ্জনধ্বনি
হ্ম - কে ভাঙলে কোনটি হবে ?-হ + ম
কোনগুলো স্পর্শধ্বনি?-‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
‘হ্ম’ এর বিশষ্ট রূপ--হ + ম
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয়---অঘোষ ধ্বনি
কোন বর্ণটিকে স্বরধ্বনি বলা চলে না?-ঋ
কোনগুলো জিহ্বামূলীয় ধ্বনি?-ক খ গ ঘ ঙ
‘ঔ’ কোন স্বরধ্বনির প্রতীক?-যৌগিক স্বরধ্বনি
কোনটি সঠিক ?-মাঝে মাঝে অর্থের পরিবর্তন ঘটে
‘হ্ন’ যুক্তবর্ণটি বাঙলে কোন দুট বর্ণ পাওয়া যায়?-হ্+ন
কোন ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়?-মহাপ্রাণ ধ্বনি
নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না?-ঙ ং ঞ ণ
আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি ?-২৫ টি
উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণের কোন দ্যেতিত ধ্বনি যোগ করে উচ্চারণ করা হয় ?-'অ' স্বরধ্বনি
নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহরণ?-খ ঘ ছ
বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে ?-৭টি
নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহারণ ?-খ, ঘ, ছ
বাংলা ভাষায় হ্রস্ব স্বররর্ণের সংখ্যা কয়টি ?-৪ টি
বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে?-প-বর্গের
বাংলায় 'ণ' এবং 'ন' বর্ণে দ্যেতিত ধ্বনি দুটিতে কি আছে ?-ঐক্য
'এ' ধ্বনি বিকৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় ?-আদিতে
বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের?-১টি
পরাশ্রয়ী ধ্বনি হল--ং, ঃ
কোন দুটি মূল স্বরধ্বনি নয়?-ঐ,ঔ
‘ড়’ এবং ‘ঢ়’ ধ্বনিগুলোকে বলে--তাড়নজাত
তাড়নজাত ব্যাঞ্জনধ্বনি কোনটি?-ড়,ঢ়
ওষ্ঠ্য বর্ণ কয়টি?-৫ টি
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?-৮টি
কোনগুলো দন্ত্য ধ্বনি?-ত,থ,দ,ধ,ন
'বিশ্ব' শব্দটিতে কয়টি বদ্ধাক্ষর রয়েছে ?-একটি
কোন দু’টি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?-ও এবং ই
‘খন্ডত’ (ৎ) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খন্ড রূপ?-‘ত’ বর্ণের
পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে অ হয়। উদাহরণ কোনটি ?-কলম
উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ?-চ ছ জ ঝ ঞ
পাশাপাশি দু'টো স্বরধ্বনি একাক্ষর হিসেবেউচ্চারণরিত হলে তাকে কী বলে?-যৌগিক স্বরধ্বনি
কোন স্বরবর্ণের কোন সংক্ষিপ্ত রূপ নেই ?-অ
অ -এর বিবৃত বা স্বভাবিক উচ্চারণ আছে কোন শব্দে ?-অনেক, কত
বিসর্গের উচ্চারণ শব্দের শেষে কোন বর্ণের মত হয় ?-হ
বাংলা বর্ণমালায় কোন দুটি ধ্বনি উচ্চারণে কোনো পার্থক্য নেই ?-ঙ, ং
বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি ?-৩ টি
'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন্ কোন্ বর্ণ নিয়ে গঠিত?-ক+ষ
খাঁটি বাংলা শব্দে এ উচ্চারণ রয়েছে কোনটিতে ?-তেনা , খেমটা
কোন বর্ণগুলোতে মাত্রা হবে না?-এ এবং ঐ
শব্দের আদিতে অ -এর নাবোধকতার উদাহরণ কোনটি ?-অনাচার
অনুস্বার (ং) এবং বিসর্গ (ঃ) এ দুটি বর্ণকে কি বর্ণ বলা হয়?-অযোগবাহ বর্ণ
কোনগুলো কণ্ঠধ্বনি?-ক খ গ ঘ ঙ
স্বরবর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি?-১ টি
বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক কয়টি বর্ণ রয়েছে ?-দুটি
বাংলা উচ্চারণের নিয়ম ও রীতির আলোচনায় কোন পন্ডিতের নাম বিশেষভাবে স্বরণীয় ?-রবীন্দ্রনাথ ঠাকুর
বর্গীয় এবং অন্তঃস্থ ব -এর মধ্যে কিসে কোনো পার্থক্য নেই ?-আকৃতিতে
কোনটির ক্ষেত্রে সংবৃত ও বিবৃত উভয় উচ্চারণই হবে ?-কোনটিই নয়
আধুনিক বাংলা যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি?-২৫টি
যৌগিক স্বরের উদাহরণ কোনটি?-খাই
ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি--এ্যা ধ্বনি
পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি 'অ' কি হয় ?-সংবৃত
বিসর্গ (ঃ) বর্ণটি নিচের কোন বর্ণের একটি রূপান্তর?-হ
কোন শব্দে অন্তঃস্থ ব -এর উচ্চারণ রক্ষিত হয়েছে ?-হওয়া
বাংলা ভাষার পরাশ্রয়ী ধ্বনি কতটি?-৩টি
কোনটি ঘোষ বর্ণ?-জ
কোনটি যুক্তবর্ণ নয়, চিহ্নিত কর।-কৃ
সংস্কৃত ও প্রাচীন বাংলায় কোন তিনটি বর্ণে দ্যোতিত তিনটি ধ্বনির পৃথক ব্যবহার ছিল ?-শ, ষ, স
ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি?-২৬ টি
উচ্চারণরণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে আ-কে কি ধ্বনি বলে?-বিবৃত স্বরধনি
কোন পাঁচটি বর্ণ উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে?-ট ঠ ড ঢ ণ
উচ্চ স্বরধ্বনি কোনগুলো ?-ই, ঈ
‘ক্ষ’ বর্ণটির বিশ্লেষণ হল--ক+ষ
আরবি, ফারসি শব্দে ও এর উচ্চারন কেমন হয় ?-দীর্ঘ
কোন দুটি স্বররের মিলিত ধ্বনিতে 'ঐ' সৃষ্টি হয়?-অ+ই
অর্থবোধক ধ্বনিকে বলা হয়--শব্দ
কোনগুলি ওষ্ঠ্যধ্বনি?-প ফ ব ভ
শব্দের মধ্যে কোনো কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনিতে পরিণত হওয়াকে বলে---ব্যঞ্জনবিকৃতি
স্বরবর্ণগুলোকে উচ্চারণের কাল ও প্রয়াস অনুযায়ী কয় শ্রেণীতে ভাগ করা হয় ?-২ শ্রেণী
ট বর্গীয় ধ্বনির অপর নাম কি?-মূর্ধন্য ধ্বনি
কোন উদাহরণটি অ > ও এর ?-মন
‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে উহার সঙ্গে কি যোগ করতে হয়?-‘অ’ ধ্বনি
ত, থ, দ, ধ, ন হচ্ছে--দন্ত্যবর্ণ
সংস্কৃতে শ, ষ, স -এর --স্বতন্ত্র উচ্চারণ ছিল
নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহারণ ?-গ, চ, জ
ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি?-৭ টি
কোন বর্ণগুলোতে অর্ধমাত্রা ব্যবহৃত হয়?-ধ এবং গ
বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি?-৩৯টি
যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যেতনার জন্য দুটি বা তার অধিক ব্যাঞ্জনবর্ণ একত্র হয়ে কোন বর্ণ গঠিত হয় ?-সংযুক্তবর্ণ
শ, ষ, স, হ এই চারটি ধ্বনিকে কি বলা হয় ?-উষ্মধ্বনি
‘জ’ হল--তালব্য বর্ণ
ঞ্চ - কে ভাঙলে কোনটি হয় ?-ঞ + চ
'ড়' ও 'ঢ়' ধ্বনিগুলোকে কি ধ্বনি বলে ?-তাড়নজাত ধ্বনি
নিচের কোনগুলো নাসিক্য ধ্বনি অন্তর্ভুক্ত ?-ণ, ন, ম
প্রতিটি বর্গের ধ্বনিকে কয় ভাগে বিভক্ত করা যায় ?-দু ভাগে
শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?-ধ্বনি
জিহ্বামূলীয় বর্ণ কোনটি ?-থ
সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় 'ঋ' কোন বর্ণের মধ্যে রক্ষিত ?-স্বরবর্ণের
কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি?-ঘ
বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে?-৪টি
অন্তঃস্থ বর্ণ -এর উচ্চারন ইংরেজি কম র-Y
'অ এবং আ' -এর উচ্চারণ স্থান কোনটি?-কণ্ঠ
নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ?-গ, চ জ
ভাষার শব্দ গঠিত হয়---ধ্বনির সমন্বয়ে
‘খ’ সংযুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ রযেছে?-ত+থ
দন্ত্য বর্ণ কয়টি?-৭ টি
বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে?-৭টি
বাংলা একাক্ষর শব্দে ও -এর উচ্চারণ কেমন হয় ?-দীর্ঘ
কোনগুলো জিহ্বামূলীয় বা কন্ঠ্যস্পর্শ ধ্বনি ?-ক, খ, গ, ঘ, ঙ
নিচের কোন দুটি যৌগিক স্বরবর্ণ ?-ঐ, ঔ
নিচের কোন ধ্বনিটি ঘোষ?-দ
স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি?-৬ টি
দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কি বলে?-যৌগিক স্বর
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?-কার
বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?-রং, চাঁদ, দুঃখ
ঘোষ ধ্বনি নয়--শ
সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?-জ্ঞ=জ্+ঞ
স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?-৪ টি

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics