বানান ও বাক্য শুদ্ধি

কোন বানানটি শুদ্ধ?-বিভিসীকা
কোনটি শুদ্ধ বাক্য?-তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
শুদ্ধ বানান কোনটি?-শিরশ্ছেদ
কোন বাক্যটি শুদ্ধ?-তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
কোন বানানটি শুদ্ধ?-রীতিনীতি
নিচের কোন বানানটি শুদ্ধ?-ন্যূনতম
কোনটি শুদ্ধ বানান?-অভ্যন্তরীণ
নির্ভুল বানান কোনটি?-মুহুর্মুহু
শুদ্ধ বানান কোনটি?-গৃহস্থ
কোন বানানটি শুদ্ধ?-শুশ্রূষা
কোন বানানটি শুদ্ধ?-শাশ্বত
কোন বানানটি শুদ্ধ?-তৎকালীন
কোন বানানটি শুদ্ধ?-ভূমিষ্ঠ
কোন বানানটি শুদ্ধ?-দুষ্কৃতকারী
কোনটি শুদ্ধ বানানে লেখা শব্দ?-পুণ্য
শুদ্ধ বানান নির্ণয় করুন।-অনুকূল
কোনটি শুদ্ধ?-দারিদ্র্য
নিচের কোন বানানটি সঠিক?-ধূলিসাৎ
শুদ্ধ বানান কোনটি?-লক্ষণ
কোন বাক্যটি শুদ্ধ?-অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
কোনটি শুদ্ধ বানান?-আকাঙক্ষা
কোন বানানটি সঠিক?-আদ্যাক্ষর
নিচের কোন বানানটি শুদ্ধ?-পিপীলিকা
কোনটি শুদ্ধ বানান?-প্রোজ্জ্বল
কোন বাক্যটি শুদ্ধ?-দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
কোনটি সঠিক বানান নয়?-ব্যকরণ
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?-দাদি/দদী
কোন বানানটি শুদ্ধ?-ইতঃপূর্বে
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন--যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
কোনটি শুদ্ধ?-গবেষণা
বাংলা বানানরীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?-নারী/নারি
কোন বানানটি সঠিক?-বিভূতিভূষণ
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড়ের বানান শুদ্ধ?-পিপীলিকা, নির্নিমেষ
কোন বানানটি শুদ্ধ?-বিকিরণ
নিচের কোন বানানটি শুদ্ধ?-নিশীথিনী
শুদ্ধ বানান কোনটি?-মুমূর্ষু
কোন বানানটি শুদ্ধ?-অতিথি
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?-দ্বন্দ্ব
কোন বানানটি শুদ্ধ?-নূপুর
শুদ্ধ বানান কোনটি?-রুগন
কোন বানানটি শুদ্ধ?-অতিথি
কোনটি সঠিক?-চলাকালে
শুদ্ধ বানানটি নির্দেশ করুন--মুহুর্মহু
কোন বানানটি শুদ্ধ?-অভ্যন্তরীণ
শুদ্ধ বানান কোনটি?-প্রতিযোগিতা
কোন বানানটি শুদ্ধ?-সম্পূর্ণ
শুদ্ধ বানান নির্ণয় করুন।-ভণিতা
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?-নিক্কণ, সূচগ্র, অনুধ্র্ব
কোনটি শুদ্ধ বানান?-গৃহিণী
কোনটি শুদ্ধ বানান?-অভ্যন্তরীণ
নিচের কোন বানানটি শুদ্ধ?-দ্ব্যর্থ
কোন বাক্যটি সঠিক?-মিঠুর কোনো ভৌগোলিক জ্ঞান নেই
কোন বাক্যটি শুদ্ধ?-দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
কোন বানানটি শুদ্ধ?-প্রতিযোগিতা
সঠিক বানান কোনটি?-মরীচিকা
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?-বিদ্বান
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?-রুগন
কোন বানানটি সঠিক?-বাল্মীকি
শুদ্ধ বানান কোনটি?-পিপীলিকা
কোন বানানটি শুদ্ধ?-অতিথি
কোনটি শুদ্ধ বানান?-মুহূর্ত
কোন বানানটি শুদ্ধ?-উত্তরসূরি
শুদ্ধ বানান কোনটি?-নিরীক্ষণ
কোন বানানটি শুদ্ধ?-যথোচিত
কোনটি সঠিক বানান?-নিশীথিনী
কোনটি শুদ্ধ বানান?-শুশ্র্রষা
শুদ্ধ বানান কোনটি?-পাণিনি
সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?-D
শুদ্ধ বানান নির্ণয় করুন।-বিকিরণ
কোন বাক্যটি সঠিক?-আমার কথাই প্রমাণিত হলো
কোনটি শুদ্ধ বানান?-দ্বন্দ্ব
কোন বানানটি শুদ্ধ?-দূষণীয়
সঠিক বানান কোনটি?-Indwelling
কোন বানানটি শুদ্ধ?-সমীচীন
শুদ্ধ বাক্য কোনটি?-বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন।
কোন বানানটি শুদ্ধ?-অভ্যন্তরীণ
শুদ্ধ বানান কোনটি?-দুরবস্থা
কোনটি শুদ্ধ বানান?-সান্ত্বনা
নিচের কোন বাক্যটি শুদ্ধ?-বিধি লঙ্ঘিত হয়েছে।
কোন বানানটি শুদ্ধ?-সমীচীন
কোন শব্দগুচ্ছ শুদ্ধ?-আবশ্যক, মিথষ্ক্রিয়া, গীতালি
নিচের কোন বানানটি শুদ্ধ?-মুহুর্মুহু
কোনটি শুদ্ধ বাক্য?-একটা গোপনীয় কথা বলি
কোন বনানটি শুদ্ধ?-সমীচীন
নিচের কোন বানানটি শুদ্ধ?-দুরবস্থা
শুদ্ধ বানান কোনটি?-মূর্ধন্য
কোন বানানটি শুদ্ধ?-পিপীলিকা
কোন বানানটি শুদ্ধ?-উদীচী
শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?-গণনা, গণিকা, শোণিত
শুদ্ধ বানান কোনটি?-সমীচীন
কোন বানানটি শুদ্ধ?-পাষাণ
কোন বানানটি শুদ্ধ?-মরীচিকা
কোন বাক্যটি শুদ্ধ?-তার কথা শুনে আমি আশ্চর্যাম্বিত হলাম।
কোনটি শুদ্ধ বানান?-নথিপত্র
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা আছে?-ত্রিভুজ
শুদ্ধ বানান কোনটি?-গীতাঞ্জলি
কোন বাক্যটি শুদ্ধ?-দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
কোন বানানটি শুদ্ধ?-স্বায়ত্তশাসন
কোন বানানটি শুদ্ধ?-গীতাঞ্জলি
কোন বানানটি শুদ্ধ?-মুমূর্ষু
নিচের কোন বানানটি সঠিক?-আনুষঙ্গিক
কোন বানানটি শুদ্ধ?-সংজ্ঞা
শুদ্ধ কোনটি?-ভুবন
কোন বানানটি শুদ্ধ?-অশরীরী
নিচের শুদ্ধ বানান কোনটি?-বয়ঃপ্রাপ্ত
বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?-নারি/নারী
কোন বানানটি শুদ্ধ?-সুমূর্ষু
কোনটি অশুদ্ধ বাক্য?-তাহারা বাড়ী যাচ্ছে
কোন বাক্যটি শুদ্ধ?-তাহার জীবন সংশয়াপন্ন
নিচের কোন বানানটি শুদ্ধ?-মনীষী
নিচের কোন বানারগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?-নিক্কণ, সূচগ্র, অনুধ্র্ব
অশুদ্ধ বানানটি শুদ্ধ করুন :-অধ্যায়ন
কোন বানানটি শুদ্ধ নয়?-উদ্র্ধ
কোন বানানটি শুদ্ধ?-মরীচিকা
কোনটি সঠিক?-চলাকালে
শুদ্ধ বানান কোনটি?-মুমূর্ষু
সঠিক বানানে লেখা হয়েছে কোন শব্দটি?-নিক্বণ
কোন বানানটি শুদ্ধ?-গৃহিণী
শুদ্ধ বানান কোনটি?-মুমূর্ষু
কোন বানানটি শুদ্ধ?-শ্বশুর
কোনটি শুদ্ধ বানান?-আলস্য
কোন বানানটি সঠিক?-সমীচীন
নিচের কোন বানানটি শুদ্ধ?-অগ্নিবীণা
কোন বানানটি শুদ্ধ?-সমীরণ
কোন বানানটি শুদ্ধ?-দুর্বিষহ
কোন বাক্যটিতে ভুল নেই?-দরিদ্রতা অভিশাপ
শুদ্ধ বানান কোনটি?-মূর্ধন্য
নিচের কোন বাক্যটি শুদ্ধ?-গণিত খুব জটিল
কোনটি শুদ্ধ বানান?-তিতিক্ষা
কোন বানানটি শুদ্ধ?-মুমুক্ষু
নিচের কোন বানানটি সঠিক?-অধ্যাবসায়
নিচের কোনটি অশুদ্ধ?-দোষী - নির্দোষী
নিচের কোন বানানটি শুদ্ধ?-আষাঢ়
শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?-গণনা, গণিকা, শোণিত
কোন বানানটি শুদ্ধ?-মুমূর্ষু
কোন বাক্যটি শুদ্ধ?-সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
শুদ্ধ বাক্য কোনটি-দুর্বলবশত অনাথা বসে পড়ল
কোন বানানটি শুদ্ধ নয়?-উর্দ্ধ
শুদ্ধ বানান কোনটি?-অধোগতি
কোন বানানটি শুদ্ধ?-প্রত্যুদগমন
কোন বানানটি শুদ্ধ?-মুমূর্ষু
কোনটি শুদ্ধ?-বাল্মীকি
কোনটি শুদ্ধ বানান?-দূষণ
নিচের কোন শব্দটি শুদ্ধ?-কোনোটিই নয়
কোন বানানটি শুদ্ধ?-মুমূর্ষু
কোন বানানটি শুদ্ধ?-পোশাক
নিচের কোন বাক্যটি শুদ্ধ?-অদ্যাপি
শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন--বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রেযের শিকার হন
বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?-পটুয়াখালী
কোন বানানটি শুদ্ধ?-অভ্যন্তরীণ
কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?-অন্যায়ের ফল অনিবার্য
নিচের কোন বাক্যটি শুদ্ধ?-বিবিধ জিনিস কিনলাম
কোন বানানটি শুদ্ধ?-বিভীষিকা
কোনটি শুদ্ধ বাক্য?-তাহার জীবন সংশয়াপূর্ণ
নিচের কোন বানানটি শুদ্ধ?-বাল্মীকি
কোন বানানটি সঠিক?-মুমূর্ষু
নিচের কোন বানানটি শুদ্ধ?-প্রাণিজগৎ
নিচের কোন বানানটি শুদ্ধ?-ন্যূনতম
নিচের কোন বানানটি শুদ্ধ?-নিশীথিনী
নিচের কোন বানানটি শুদ্ধ?-জ্যেষ্ঠ
কোন শব্দটি শুদ্ধ?-শিহরন
শুদ্ধ বানান নির্ণয় করুন।-ধ্যানধারণা
কোনটি সঠিক বানান?-সৌজন্য
কোন বানানটি শুদ্ধ?-মুহূর্ত
কোনটি শুদ্ধ?-সৌজন্য
কোন বানানটি শুদ্ধ?-বিভীষিকা
সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?-সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
কোনটি বানানটি শুদ্ধ?-মুমূর্ষু
কোন বানানটি শুদ্ধ?-পাষাণ
‘বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর’- বাক্যটির শুদ্ধরূপ কোনটি?-বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
কোন বানানটি শুদ্ধ?-রূপায়ণ
কোন বানানটি শুদ্ধ?-অসমীচীন
নিচের কোন বানানটি শুদ্ধ?-ভৌগোলিক
শুদ্ধ বানান নির্ণয় করুন।-পীড়াপীড়ি
‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’ - বাক্যটি কোন দোষে দুষ্ট?-বাহুল্য দোষ
কোন বানানটি শুদ্ধ?-কনিষ্ঠ

  • avatar
    Anonymous - 2 years ago
    ধন্যবাদ

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics