ণত্ব ও ষত্ব বিধান

নিচের কোন বানানটি অশুদ্ধ ?-সমিচীন
ত -বর্গীয় ধ্বনির সাথে কোনটি যুক্ত হয় ?-ন
কোন বানানটি সঠিক?-করেন
কোথায় ষ হয় না ?-খাঁটি বাংলা শব্দে
‘কণ্টক’ কোন নিয়মে হয়?-ণ-ত্ব বিধান
কোন জাতীয় ভাষার শব্দের ‘ণ’ থাকলে তা অবিকৃতভাবে রাখতে হয়?-তৎসম শব্দে
তদ্ভব শব্দে সর্বদা নিচের কোনটি ব্যবহৃত হয় ?-ন
ণ-ত্ব ও ষ-ত্ব বিধির প্রাচীন পরিভাষা কি?-নতি
কোন শব্দের ণ এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে ?-তৎসম
কোন দুটি স্বরবর্ণের পরে 'ষ' এর প্রয়োগ হয় না ?-অ, আ
কোন বানানটি শুদ্ধ নয় ?-ব্রাহ্মন
ঋ -কার ও র এর পরে কোনটি হয় ?-ণ
কোথায় 'ণ' লেখার প্রয়োজন হয় না ?-দেশী ও বিদেশী শব্দের ক্ষেত্রে
'লবণ' ও 'অভিলাষ' শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ?-স্বাভাবিক নিয়মনুযায়ী
কোন বানানটি শুদ্ধ ?-আষাঢ়
বিদেশী শব্দের সাথে সর্বদাই কোনটি হয় ?-ন
কোন ক্ষেত্রে ণ-ত্ব বিধানের নিয়ম ঠিক থাকে না ?-সমাসবদ্ধ দুপদের পার্থক্য থাকলে
ণ -ত্ব ও ষ -ত্ব বিধানের নিয়ম সঠিক প্রয়োগ না হলে কি ঘটে ?-অর্থের পার্থক্য ঘটে
ঋ, র, ষ এর পরস্থিত কোন বর্ণের পরে ণ হয় ?-ম
কোন বানানটির ক্ষেত্রে দন্ত্য ‘স’ হবে?-স্টেশন
অ,আ, ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক এর পর ষ এর প্রয়োগ হলে, তা কি হয় ?-অবিকৃত থাকে
কোন শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয় ?-সমাসসাধিত
কৃপণ, হরিণ, অর্পণ এগুলো কিসের উদাহরণ?-ণ-ত্ব বিধানের
নিচের কোনটি শুদ্ধ?-ঋ-এর পর তৎসম শব্দে ‘ন’ ‘ণ’ হয়
বিদেশী এবং খাঁটি বাংলা শব্দের বানানে সর্বদাই --ন হয়
নিচের কোনটিতে মূর্ধন্য ষ এর প্রয়োগ হয় না ?-প্রত্যয়যুক্ত তৎসম শব্দে
কোন ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না ?-বিদেশী শব্দে
সংস্কৃত সাৎ প্রত্যয় যুক্ত পদে কোনটি হয় না ?-মূর্ধন্য ষ হয় না
খাঁটি বাংলা ভাষায় নিচের কোনটির ব্যবহার নেই ?-ণ, ষ
কোন বানানটি শুদ্ধ ?-ষোড়শ
কোনটি ণ-ত্ব বিধানের উদাহরণ নয়?-প্রনষ্ট
খাঁটি বাংলা ও বিদেশী শব্দে নিচের কোনটি হয় না ?-ষ
বাংলা ভাষায় বহু তৎসম শব্দ কি অবস্থায় পাওয়া যায় ?-অবিকৃত
তদ্ভব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?-ণ-ত্ব বিধান
ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?-তৎসম
কোন শব্দে ণ ব্যবহার হয় ?-তৎসম
ষ-ত্ব বিধান অনুযায়ী নিচের কোন বানানটি ভুল?-অভিসেক
শ, ষ, স এ তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই?-ষ
নিচের কোন উক্তিটি সঠিক?-‘সাৎ’ প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয় না
ণ-ত্ব ও ষ-ত্ব বিধানের নিয়ম সঠিকভাবে প্রয়োগ না হলে কি সমস্যা দেখা যায়?-অর্থের পার্থক্য ঘটে
'পাষাণ' শব্দটিতে ষ হয়েছে কোন রীতিতে ?-স্বাভাবিক নিয়মে
নিচের কোন বানানটির ক্ষেত্রে মূর্ধন্য ষ হবে ?-পরিস্কার
কোন বর্গের ধ্বনির আগের ন, ণ হয় ?-ট-বর্গীয়
তৎসম শব্দে ঋ, র এর পরে কোনটি বসবে ?-ষ
অভিষেক ও সুযুপ্ত শব্দদ্বয় ষ-ত্ব বিধানের কোন বিধান অনুযায়ী সাধিত হয়েছে?-ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে
ষ -ত্ব বিধানের স্বাভাবিকভাবে ষ হয়েছে কোন শব্দে ?-মানুষ
কোনটি শুদ্ধ বানান?-ত্রিহায়ণ
প্র, পরা উপসর্গ নিয়ে যে বিধান হয় তার নাম কি?-ণ-ত্ব বিধান
কোন গুচ্ছে সব শব্দ শুদ্ধ?-ঔষধ, বীণা, ত্রিনয়ন
কোন শব্দটির বেলায় স্বভাবতই ণ হয় ?-লাবণ্য, কণিকা
কোন বানানটি শুদ্ধ?-পুণ্য
কোন শব্দটির বানান সঠিক ?-দূষণীয়
কোনটি বিধান বহির্ভূত ষ এর ব্যবহার ?-পৌষ
আরবি, ফারসি, শব্দে ষ হয় না এর উদাহরণ কোনটি ?-পোশাক, জিনিস
কোন বানানটি সঠিক ?-চাণক্য
ণত্ব-বিধান কি?-তৎসম শব্দের রীতি
কোন শব্দের ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য ?-তৎসম
নিচের কোন বানানটি শুদ্ধ ?-পোস্ট অফিস
‘শোণিত’ কোন বিধান?-কোনটি না
কোন শব্দে ষ এর ব্যবহার পাওয়া যায় না ?-দেশী, বিদেশী ও তদ্ভব শব্দে
নিচের কোন বানানটি শুদ্ধ?-প্রণাশ
কোন জাতীয় শব্দে ‘ষ’-এর ব্যবহার হয় না?-বিদেশী
নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?-আষাঢ়
কোন বানানটি শুদ্ধ নয় ?-পরিস্কার
খাঁটি বাংলা শব্দে যুক্ত হয় --শ
মূর্ধন্য ষ হয় না কোন প্রত্যয়ে ?-সাৎ
কোন শব্দে মূর্ধন্য ণ ও ষ অবিকৃত অবস্থায় পাওয়া যায়?-তৎসম শব্দে
'কৃষ্ণ' ও 'বিষ্ণু' এ দুটি শব্দে নিচের কোনটি ব্যবহৃত হয়েছে ?-ণ
নিচের কোন বানানটি ঠিক?-স্টেশন
কোন বানানটি সঠিক ?-দুর্নীতি
কোন বানানটি শুদ্ধ নয় ?-কল্যান
'ট' বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয় ?-ণ
কোনটি সঠিক ?-কাণ্ড
খাঁটি বাংলা শব্দে কি যুক্ত হয় না?-ষ
কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্য ‘ষ’-এর প্রয়োগ হয় না?-অ, আ
কোন বানানটি সঠিক নয় ?-অনু
ট ও ঠ এর আগে মূর্ধন্য ষ হয়। উদাহরণ কোনটি ?-কষ্ট, কাষ্ট
নিচের কোন শব্দে মূর্ধন্য- ‘ষ’ হবে?-পরিষ্কার
কোন বানানটি সঠিক ?-পরিণাম
কখণ 'ণ' হয় না ?-ত -বর্গের আগে
দেশীয় শব্দে ট-বর্গীয় ধ্বনির সঙ্গে কোনটি যুক্ত হয় ?-শ
অভিষেক এবং সুষুপ্ত ষ -ত্ব বিধানের কোন নিয়মে পড়েছে ?-ই- কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে
কোন ধ্বনিগুলোর পরের ন, ণ হয় ?-ঋ, র, ষ
কোন বানানটি শুদ্ধ ?-পোষণ
ঋ, র, ষ এর পরে কি থাকলে পরবর্তী ন মূর্ধন্য ণ হয় ?-য, ব, হ
নিম্নের কোন বানানটির ক্ষেত্রে মূর্ধন্য ‘ণ’ হবে?-কৃপণ
শুদ্ধ বানানটি হচ্ছে--নিষুতি
কোন বানানটি শুদ্ধ ?-মাস্টার
তদ্ভব শব্দে সর্বদাই কি হয়?-ন
কোন বানানটি শুদ্ধ ?-সুষম
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।-মূর্ধন্য
স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয়- এমন উদাহরণ কোনটি?-ঔষধ
অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক-এর পর ষ- এর প্রয়োগ হলে তা কি হয়?-অবিকৃত থাকে
কোনটি শুদ্ধ বানান?-নির্নিমেষ
ঋ, র, ষ এর পরে কি হয় ?-ণ
কোন বানানটি ঠিক নয় ?-পুষ
কোন দুটি বর্ণের পরের স মূর্ধন্য ষ হয় ?-ঋ, র
সমাসবদ্ধ শব্দে দু' পদের অর্থের প্রাধান্য থাকলে ণ -ত্ব বিধান খাটে না এরূপ ক্ষেত্রে ন হয়। উদাহরণ কোনটি ?-ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি
কোন দুটি উপসর্গের পর কতগুলো ধাতুতে ষ হয় ?-ই -কারান্ত ও উ-কারান্ত
কোন বানানটি শুদ্ধ?-ব্যাকরণ
‘লবণ’ ও ‘অভিলাষ’ শব্দ দুটি গঠিত হযেছে কোন নিয়ম অনুসারে?-স্বাভাবিক নিয়ম
কোন বানানটি শুদ্ধ?-আচার্যানী
কোন তিনটি বর্ণের পর ‘ন’ হলে, তা মূর্ধন্য ‘ণ’ হয়?-ঋ, র, ষ
কোনগুলো ষ -ত্ব বিধানের উদাহরণ ?-ঋষি, বিষম
কোন বানানটি শুদ্ধ নয় ?-দুর্ণাম
কোনগুলো ষ-ত্ব বিধানের উদাহরণ?-আষাঢ়, ঊষা
কোন জাতীয় শব্দে ষ এর ব্যবহার হয় না ?-খ ও গ উভয়ই
খাঁটি বাংলা শব্দে ষ হয় না।এর উদাহরণ কোনটি ?-করিস, বাস
কোন বনানটি শুদ্ধ ?-কৃপণ
নিচের কোন বানানটি সঠিক?-ধূলিসাৎ
কোন শব্দে স্বভাবতই ষ হয় ?-আষাঢ়
নিচের কোন বানানটি শুদ্ধ?-তিরস্কার
কোন বানানটি শুদ্ধ ?-ভবিষ্যৎ
কোন বানানটি শুদ্ধ ?-ঋণ
যে বিধানে তৎসম শব্দে ষ এর ব্যবহার নিয়ন্ত্রিত হয়, তাকে কি বলে ?-ষ-ত্ব বিধান
ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কি হয় ?-ষ

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics