শব্দের বিশিষ্ট প্রয়োগ

কোন বাক্যে ‘পাতা’ শব্দটি ‘স্থাপন’ অর্থে ব্যবহৃত?-হাঁড়িতে দই পাতি
“সে তোমার মাথা খেয়েছে।” এ বাক্যে খাওয়ার অর্থ কি?-সর্বনাশ করা
কোন বাক্যে ‘পা’ শব্দটি অবজ্ঞা অর্থে ব্যবহৃত?-হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না
‘কর্মভোগ এড়ানো যায় না’ - এখানে ‘কর্ম’ কোন অর্থ প্রকাশ করছে?-কৃতকর্ম
‘মুখ তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?-প্রসন্ন হওয়া
‘কার মাথায় হাত বুলিয়েছ’ এখানে ‘মাথা’ শব্দের অর্থ--ফাঁকি দেওয়া
‘ছেলেটির অংকে মাথা নাই’ --এ বাক্যে ‘মাথা’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?-বুদ্ধি
'ছেলেটিকে চোখে চোখে রেখো' - এখানে 'চোখে চোখে' কোন অর্থ প্রকাশ করছে?-সতর্কতা অর্থে
নিচের কোন শব্দটি 'দক্ষ' অর্থে ব্যবহৃত হয়েছে?-ছেলেটি অংকে পাকা
‘শাকে দিনু কানাসোঁআ পানি’- কানাসোঁআ শব্দের অর্থ--কানায় কানায় পরিপূর্ণ
‘আমরা যার কথা বলছি তার চুল পাকা।’ -এখানে ‘পাকা’ শব্দটির অর্থ কি?-অভিজ্ঞ
'ঐ চাকরীর আশা ছেড়েছি"-কোন অর্থ প্রকাশ পায়?-হতাশা
কোন বাক্যে ‘কথা’ শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে?-তুমি ধনীর ছেলে তোমার সাথে কার কথা চলে
কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?-মাথা খাটিয়ে কাজ করবে
কোন জোড়াটি ভিন্নার্থক?-অন্ধের ষষ্টি - অক্কা পাওয়া
দেশের জন্য প্রয়োজনে আমরা জীবন দিব। -এখানে ‘দিব’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?-উৎসর্গ করা
‘তিনি এ গ্রামের মাথা’। এ বাক্যে ‘মাথা’ বলতে কি বুঝানো হয়েছে?-প্রধান
‘কোন বাক্যে ‘কাটা’ শব্দটি বিপদমুক্ত হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে?-যাক বিপদ কেটে গেছে
“যা বুঝ না তাতে নাক গলাবে না।” --এখানে ‘নাক’ শব্দের অর্থ কি?-অনধিকার চর্চা
নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে?-মাথা ধরা
‘কাঁচা’ শব্দটি নিচের কোন বাক্যে ‘অসিদ্ধ’ অর্থ প্রকাশ করেছে?-কাঁচা তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না
'এই ব্যাপারে তোমার কোন হাত নাই' এখানে 'হাত' কি অর্থে ব্যবহৃত হয়েছে?-কর্তৃত্ব
এ ব্যাপারে আমার কোন হাত নেই - এ বাক্যে ‘হাত’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?-প্রভাব
‘ছাত্রটি অংকে বেশ পাকা’ -এখানে ‘পাকা’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?-অভিজ্ঞ
নিচের কোন বাক্যে ‘মুখ’ শব্দটি গম্ভীর অর্থে ব্যবহৃত হয়েছে?-তার মুখ তোলা কঠিন
‘নদীটি উত্তরমুখে প্রবাহিত’ - এখানে মুখ কোন অর্থ প্রকাশ করছে?-দিক
নিচের কোন বাক্যে ‘মাথা’ দিব্যি অর্থে ব্যবহৃত?-মাথা খাও, এ কাজ কর না
কোন বাক্যে ‘কান’ গ্রাহ্য করা অর্থে ব্যবহৃত হয়েছে?-কান কথায় কান দিও না
‘আদর দিয়ে ছেলেটির মাথা খেয়েছ’ - এ বাক্যে ‘মাথা’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?-নষ্ট করা
‘টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ’ --এ বাক্যে ‘মুখ’ কি অর্থ ব্যবহৃত হয়েছে?-সম্মান
‘মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে’- ‘মাথা খাও’ বলতে--মাথার দিব্যি
সুযোগ যখন পেয়েছি এবার দেখে নেব। - এখানে ‘দেখে নেব’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?-প্রতিশোধ নেয়া
কোন বাক্যে ‘গা’ শব্দটি গ্রাহ্য অর্থে ব্যবহৃত?-বড় বেহায়া ছেলে, কোন কথায় গায়ে মাখে না
‘পা চালাও’ বলতে বোঝায়--দ্রুত চলো
‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে?’- এখানে ‘না’-এর ব্যবহার কি অর্থে?-প্রশ্নোবোধক
“আজিকে হেথায় রবির কর কেমনে পশিল প্রাণের পর।” - এখানে ‘কর’ কোন অর্থ প্রকাশ করছে?-কিরণ
‘ডাক্তার বাবুর হাতযশ আছে’ -এখানে ‘হাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?-নিপুণতা
‘এত অল্প টাকায় মাস চলবে না’ - এই ‘চলা’ কোন অর্থ প্রকাশ করছে?-সংকুলান হওয়া
এবার তোমাকে হাতে পেয়েছি- এ বাক্যে ‘হাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?-আয়ত্তে পাওয়া
‘পঞ্চমুখ’ কথাটির অর্থ হলো--প্রশংসায় মুখরিত হওয়া

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics