ধ্বনি ও বর্ণ

76. কোনটি ঘোষ বর্ণ?

  • ক. চ
  • খ. ছ
  • গ. জ
  • ঘ. প

উত্তরঃ

বিস্তারিত

78. সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?

  • ক. হ্ন=হ্+ণ
  • খ. হ্ন=হ্+ম
  • গ. ঞ্জ=জ্+ঞ
  • ঘ. জ্ঞ=জ্+ঞ

উত্তরঃ জ্ঞ=জ্+ঞ

বিস্তারিত

79. বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?

  • ক. তিন
  • খ. চার
  • গ. পাঁচ
  • ঘ. ছয়

উত্তরঃ পাঁচ

বিস্তারিত

80. বাংলায় নাসিক্য ধ্বনি ক’টি?

  • ক. দুটি
  • খ. তিনটি
  • গ. চারটি
  • ঘ. পাঁচটি

উত্তরঃ পাঁচটি

বিস্তারিত

81. বাংলায় ক’টা স্বরধনি আছে?

  • ক. ছটা
  • খ. সাতটা
  • গ. নটা
  • ঘ. এগারটি

উত্তরঃ এগারটি

বিস্তারিত

82. ‘জ’ হল-

  • ক. জিহ্বামূলীয় বর্ণ
  • খ. তালব্য বর্ণ
  • গ. দন্ত্য বর্ণ
  • ঘ. ওষ্ঠ্য বর্ণ

উত্তরঃ তালব্য বর্ণ

বিস্তারিত

83. ‘ক্ষ’ বর্ণটির বিশ্লেষণ হল-

  • ক. খ+ম
  • খ. ক+ষ
  • গ. খ+খ
  • ঘ. হ+ম

উত্তরঃ ক+ষ

বিস্তারিত

84. ‘ষ্ণ’ যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায়?

  • ক. ‏ষ্+ম
  • খ. ষ্+ন
  • গ. ষ্+ণ
  • ঘ. ষ্+হ

উত্তরঃ ষ্+ণ

বিস্তারিত

85. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. শব্দ
  • খ. ধ্বনি
  • গ. বর্ণ
  • ঘ. চিহ্ন

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

87. হ বর্ণে দ্যোতিত ধ্বনিটি কণ্ঠনালীতে উৎপন্ন হয় বলে মূলত সেটিকে কি বলে ?

  • ক. তাড়নজাত ধ্বনি
  • খ. অঘোষ ধ্বনি
  • গ. উষ্ম ঘোষধ্বনি
  • ঘ. পার্শ্বিক ধ্বনি

উত্তরঃ উষ্ম ঘোষধ্বনি

বিস্তারিত

89. 'বিশ্ব' শব্দটিতে কয়টি বদ্ধাক্ষর রয়েছে ?

  • ক. একটি
  • খ. দুটি
  • গ. তিনটি
  • ঘ. একটিও নয়

উত্তরঃ একটি

বিস্তারিত

90. ক্ষ কে ভাঙলে কোনটি হয় ?

  • ক. ষ + ক
  • খ. ক + ষ
  • গ. খ + খ
  • ঘ. ক + খ

উত্তরঃ ক + ষ

বিস্তারিত

91. জ্ঞ - কে ভাঙলে কোনটি হবে ?

  • ক. জ + ঞ
  • খ. ঞ + জ
  • গ. চ + জ
  • ঘ. চ + ঞ

উত্তরঃ জ + ঞ

বিস্তারিত

92. হ্ম - কে ভাঙলে কোনটি হবে ?

  • ক. হ + ষ
  • খ. ষ + হ
  • গ. ম + হ
  • ঘ. হ + ম

উত্তরঃ হ + ম

বিস্তারিত

93. ঞ্চ - কে ভাঙলে কোনটি হয় ?

  • ক. ঞ + চ
  • খ. ছ + ঞ
  • গ. চ + ঞ
  • ঘ. ঞ + জ

উত্তরঃ ঞ + চ

বিস্তারিত

94. ঞ্জ - কে ভাঙলে কোনটি হবে ?

  • ক. জ + ঞ
  • খ. চ + জ
  • গ. ঞ + চ
  • ঘ. ঞ + জ

উত্তরঃ ঞ + জ

বিস্তারিত

95. পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি 'অ' কি হয় ?

  • ক. বিবৃত
  • খ. স্বাভাবিক
  • গ. অবিকৃত
  • ঘ. সংবৃত

উত্তরঃ সংবৃত

বিস্তারিত

96. যুগ্ম স্বর ধ্বনির প্রতীক কয়টি ?

  • ক. সাতটি
  • খ. দুটি
  • গ. এগারটি
  • ঘ. আঠারটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

98. কোনটি সঠিক ?

  • ক. বর্গীয় ব এবং অন্তঃস্থ ব বর্তমানে ও বাংলায় আছে
  • খ. বর্গীয় ব এবং অন্তঃস্থ ব -এর আকৃতিতে পার্থক্য বিদ্যমান
  • গ. সংস্কৃতে এ দুটি পার্থক্য ছিল
  • ঘ. বর্তমানে এ দুটি বর্ণমালা থেকে বাদ দেওয়া হয়েছে

উত্তরঃ সংস্কৃতে এ দুটি পার্থক্য ছিল

বিস্তারিত

99. কোনটির ক্ষেত্রে সংবৃত ও বিবৃত উভয় উচ্চারণই হবে ?

  • ক. ঔ
  • খ. ই
  • গ. ঐ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ কোনটিই নয়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects