মধ্যযুগের শ্রেণীবিভাগ

301. নাথসাহিত্য মতে আদিনাথ কে?

  • ক. শিব
  • খ. মীননাথ
  • গ. গোরক্ষনাথ
  • ঘ. তিনজনই

উত্তরঃ শিব

বিস্তারিত

302. 'গোরক্ষ বিজয়' কে রচনা করেন?

  • ক. মীননাথ
  • খ. মৎস্যেন্দ্রনাথ
  • গ. শেখ ফয়জুল্লাহ
  • ঘ. গোরক্ষনাথ

উত্তরঃ শেখ ফয়জুল্লাহ

বিস্তারিত

303. কোন দুটি ধর্মের মিশ্রণে নাথ ধর্মের উৎপত্তি?

  • ক. হিন্দুধর্ম ও শৈবধর্ম
  • খ. বৌদ্ধধর্ম ও শৈবধর্ম
  • গ. হিন্দুধর্ম ও বৌদ্ধধর্ম
  • ঘ. ব্রাক্ষধর্ম ও বৌদ্ধধর্ম

উত্তরঃ বৌদ্ধধর্ম ও শৈবধর্ম

বিস্তারিত

304. গোরক্ষ বিজয়ের কাহিনীতে চার সিদ্ধার মধ্যে আদর্শচ্যুত হননি কে?

  • ক. মীননাথ
  • খ. গোরক্ষনাথ
  • গ. হাড়ি পা
  • ঘ. কানু পা

উত্তরঃ গোরক্ষনাথ

বিস্তারিত

305. ভীম সেনের 'গোর্খবিজয়' কাব্যটি সম্পাদনা করেন কে?

  • ক. আবদুল করিম সাহিত্যবিশারদ
  • খ. ড. নলিনীকান্ত ভট্টশালী
  • গ. ড. পঞ্চানন মণ্ডল
  • ঘ. বঙ্গীয় সাহিত্য পরিষদ

উত্তরঃ ড. পঞ্চানন মণ্ডল

বিস্তারিত

306. শেখ ফয়জুল্লাহ রচিত কয়টি কাব্যের সন্ধান পাওয়া গেছে?

  • ক. তিনটি
  • খ. চারটি
  • গ. পাঁচটি
  • ঘ. সাতটি

উত্তরঃ পাঁচটি

বিস্তারিত

307. কোনটি সঙ্গীত সম্বন্ধনীয় কাব্য?

  • ক. গাজী বিজয়
  • খ. জয়নালের চৌতিশা
  • গ. গোরক্ষ বিজয়
  • ঘ. রাগনামা

উত্তরঃ গোরক্ষ বিজয়

বিস্তারিত

308. শুকুর মুহম্মদ রচিত কাব্যের নাম-

  • ক. গোপীচাঁদের সন্ন্যাস
  • খ. ময়নামতির গান
  • গ. গোপীচন্দ্রের গীত
  • ঘ. সত্যপীর

উত্তরঃ গোপীচাঁদের সন্ন্যাস

বিস্তারিত

309. 'সত্যপীর' গ্রন্থটি রচনা করেন?

  • ক. শুকুর মুহম্মদ
  • খ. শেখ ফয়জুল্লাহ
  • গ. ভীমদাস
  • ঘ. শ্যামদাস

উত্তরঃ শেখ ফয়জুল্লাহ

বিস্তারিত

310. 'গোরক্ষ বিজয়' কাব্যটি কে সম্পাদনা করেন?

  • ক. নলিনীকান্ত ভট্টশালী
  • খ. পঞ্চানন মণ্ডল
  • গ. আব্দুল করিম সাহিত্যবিশারদ
  • ঘ. দীনেশচন্দ্র সেন

উত্তরঃ আব্দুল করিম সাহিত্যবিশারদ

বিস্তারিত

311. ময়নামতি গোপীচন্দ্রের কাহিনী কে সংগ্রহ করেন?

  • ক. দীনেশচন্দ্র সেন
  • খ. চন্দ্রকুমার দে
  • গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • ঘ. জর্জ গ্রিয়ার্সন

উত্তরঃ চন্দ্রকুমার দে

বিস্তারিত

312. কালিদাসের 'মেঘদূত' কাব্যের বঙ্গানুবাদ করেন নিচের কোন লেখক?

  • ক. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • গ. অবনীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. অবনীন্দ্রনাথ দত্ত

উত্তরঃ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

313. চণ্ডীচরণ মুনশীর 'তোতা ইতিহাস' (১৮০৫) কোন ভাষা থেকে অনূদিত?

  • ক. সংস্কৃত
  • খ. পৌরাণিক
  • গ. ফারসি
  • ঘ. ইংরেজি

উত্তরঃ ফারসি

বিস্তারিত

314. মূল রামায়ণ কোন ভাষায় রচিত?

  • ক. বাংলা
  • খ. হিন্দি
  • গ. সংস্কৃত
  • ঘ. আর্য ভারতীয়

উত্তরঃ সংস্কৃত

বিস্তারিত

315. কোন গ্রন্থ (অনুবাদ) রচনার জন্য রুকনুদ্দিন বরবক শাহ মালাধর বসুকে 'গুণরাজ খান' উপাধি দেন?

  • ক. ভাগবত
  • খ. পদ্মপুরাণ
  • গ. বিষ্ণুপুরাণ
  • ঘ. ব্রক্ষপুরাণ

উত্তরঃ ভাগবত

বিস্তারিত

316. মধ্যযুগের অনুবাদ সাহিত্য মূলত-

  • ক. আক্ষরিক অনুবাদ
  • খ. ব্যাকরণিক অনুবাদ
  • গ. ভাবানুবাদ
  • ঘ. মৌলিক রচনা

উত্তরঃ ভাবানুবাদ

বিস্তারিত

317. মহাভারতের স্বার্থক অনুবাদক কে?

  • ক. কৃত্তিবাস
  • খ. কাশীরাম দাস
  • গ. ব্যাসদেব
  • ঘ. কবিন্দ্র পরমেশ্বর

উত্তরঃ কাশীরাম দাস

বিস্তারিত

318. কোন গ্রন্থের কাহিনী প্রাচীন?

  • ক. রামায়ণ
  • খ. মহাভারত
  • গ. লাইলী মজনু
  • ঘ. ফুলমনি ও করুণার বিবরণ

উত্তরঃ রামায়ণ

বিস্তারিত

319. কার উদ্যোগে সর্বপ্রথম রামায়ণ মূদ্রিত হয়?

  • ক. গুণরাজ খান
  • খ. উইলিয়াম কেরি
  • গ. ডিরোজিও
  • ঘ. রুকনুদ্দিন বরবক শাহ

উত্তরঃ উইলিয়াম কেরি

বিস্তারিত

320. রামায়ণে কতটি কাণ্ড (খণ্ড) আছে?

  • ক. তিনটি
  • খ. সাতটি
  • গ. তেরটি
  • ঘ. বারটি

উত্তরঃ সাতটি

বিস্তারিত

321. রামায়ণে কতটি শ্লোক গ্রথিত আছে?

  • ক. ১৮ হাজার
  • খ. ২২ হাজার
  • গ. ২৪ হাজার
  • ঘ. ২৬ হাজার

উত্তরঃ ২৪ হাজার

বিস্তারিত

322. ১৭৯৩ সালে 'কর্নওয়ালিস কোর্ড' - এর বঙ্গানুবাদ করেন কে?

  • ক. ব্রাসি হ্যালহেড
  • খ. উইলিয়াম কেরি
  • গ. হেনরি ফরস্টার
  • ঘ. জোনাথন ডানকান

উত্তরঃ হেনরি ফরস্টার

বিস্তারিত

323. দৌলত কাজী কোন কাব্য অবলম্বনে 'সতীময়না ও লোরচন্দ্রানী' (প্রথম অংশ) রচনা করেন?

  • ক. ফারসি কবি জামীর 'লাইলী মজনু'
  • খ. হিন্দি কবি পচ্চিসীর 'বৈতাল পঞ্চবিংশতি'
  • গ. হিন্দি কবি সাধনের 'মৈনাসত'
  • ঘ. উর্দু কবি আল্লামা ইকবালের 'শিকওয়াহ'

উত্তরঃ হিন্দি কবি সাধনের 'মৈনাসত'

বিস্তারিত

324. হিন্দু আইনের সংক্ষিপ্ত সার 'A Code of Gentoo Laws'- এর অনুবাদ করেন কে?

  • ক. ব্রাসি হ্যালহেড
  • খ. দোম অ্যান্তোনিও
  • গ. উইলিয়াম কেরি
  • ঘ. রাম রাম বসু

উত্তরঃ ব্রাসি হ্যালহেড

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects