মধ্যযুগের শ্রেণীবিভাগ

251. চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী কয় খণ্ডে বিভক্ত?

  • ক. দুই খণ্ডে
  • খ. তিন খণ্ডে
  • গ. চার খণ্ডে
  • ঘ. অখণ্ড কাব্য

উত্তরঃ তিন খণ্ডে

বিস্তারিত

253. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র মারা যান কত সালে?

  • ক. ১৭৬০ সালে
  • খ. ১৮৬০ সালে
  • গ. ১৯০৫ সালে
  • ঘ. ১৭৭০ সালে

উত্তরঃ ১৭৬০ সালে

বিস্তারিত

254. 'কমলে কামিনী' কি?

  • ক. পদ্মফুলে বসে থাকা তরুনীর সাপ গেলা
  • খ. পদ্মফুলে বসে থাকা ব্যাঙের সাপ গেলা
  • গ. পদ্মফুলে বসে থাকা সাপের হাতি গেলা ও উদিগীরণ করা
  • ঘ. পদ্মফুলে বসে থাকা তরুনীর হাতি গেলা ও উদিগীরণ করা

উত্তরঃ পদ্মফুলে বসে থাকা তরুনীর হাতি গেলা ও উদিগীরণ করা

বিস্তারিত

255. ধর্মমঙ্গল কাব্যের একটি অংশ হলো--

  • ক. লাউসেনের কাহিনী
  • খ. আক্ষেটিক অংশ
  • গ. বণিক অংশ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ লাউসেনের কাহিনী

বিস্তারিত

256. সন-তারিখযুক্ত প্রাচীনতম ধর্মমঙ্গল কাব্যের রচয়িতা কে?

  • ক. ময়ূর ভট্ট
  • খ. আদি রূপরাম
  • গ. রূপরাম চক্রবর্তী
  • ঘ. বলরাম চক্রবর্তী

উত্তরঃ রূপরাম চক্রবর্তী

বিস্তারিত

257. বিদ্যাসুন্দর অংশটি কোন কাব্যের অন্তর্গত?

  • ক. অন্নদামঙ্গল
  • খ. ধর্মমঙ্গল
  • গ. মনসামঙ্গল
  • ঘ. চণ্ডীমঙ্গল

উত্তরঃ অন্নদামঙ্গল

বিস্তারিত

258. ভারতচন্দ্রের শ্রেষ্ঠ প্রতিভার নিদির্শন কোনটি?

  • ক. চণ্ডীমঙ্গল
  • খ. ধর্মমঙ্গল
  • গ. মনসামঙ্গল
  • ঘ. অন্নদামঙ্গল

উত্তরঃ অন্নদামঙ্গল

বিস্তারিত

259. চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে?

  • ক. মুকুন্দরাম চক্রবর্তী
  • খ. ঘনরাম
  • গ. মানিক দত্ত
  • ঘ. হরিদত্ত

উত্তরঃ মানিক দত্ত

বিস্তারিত

260. চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি?

  • ক. কালকেতু
  • খ. ফুল্লরা
  • গ. ঈশ্বরী পাটনী
  • ঘ. মুরারি শীল

উত্তরঃ কালকেতু

বিস্তারিত

261. বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার সবচেয়ে প্রাচীনতম ধারা কোনটি?

  • ক. মনসামঙ্গল কাব্য
  • খ. চণ্ডীমঙ্গল কাব্য
  • গ. অন্নদামঙ্গল কাব্য
  • ঘ. ধর্মমঙ্গল কাব্য

উত্তরঃ মনসামঙ্গল কাব্য

বিস্তারিত

262. কবি বিজয়গুপ্ত রচিত গ্রন্থের নাম কি?

  • ক. শ্রীকৃষ্ণ বিজয়
  • খ. মনসামঙ্গল
  • গ. পদ্মপুরাণ
  • ঘ. মনসাবিজয়

উত্তরঃ মনসামঙ্গল

বিস্তারিত

263. চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা?

  • ক. ভারতচন্দ্র
  • খ. মুকুন্দরাম
  • গ. মানিক দত্ত
  • ঘ. ঘনরাম চক্রবর্তী

উত্তরঃ মুকুন্দরাম

বিস্তারিত

264. অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা-

  • ক. ভারতচন্দ্র
  • খ. মুকুন্দরাম
  • গ. রামপ্রসাদ সেন
  • ঘ. ময়ূর ভট্ট

উত্তরঃ ভারতচন্দ্র

বিস্তারিত

265. মঙ্গলকাব্য কোন যুগের রচনা?

  • ক. আদিযুগের
  • খ. মধ্যযুগের
  • গ. অন্তমধ্যযুগের
  • ঘ. আধুনিক যুগের

উত্তরঃ মধ্যযুগের

বিস্তারিত

266. কোন মঙ্গলকাব্য আদি মঙ্গলকাব্য হিসেবে পরিচিত?

  • ক. চণ্ডীমঙ্গল
  • খ. ধর্মমঙ্গল
  • গ. মনসামঙ্গল
  • ঘ. কালিকামঙ্গল

উত্তরঃ মনসামঙ্গল

বিস্তারিত

267. শ্রী চৈতন্যদেবের জন্মসাল কোনটি?

  • ক. ১৪৮৬ সাল
  • খ. ১৪৯২ সাল
  • গ. ১৪৯৮ সাল
  • ঘ. ১৫৩৩ সাল

উত্তরঃ ১৪৮৬ সাল

বিস্তারিত

268. নিমাই কার বাল্যকালের নাম?

  • ক. জয়দেব
  • খ. হরপ্রসাদ শাস্ত্রী
  • গ. দীনবন্ধু
  • ঘ. শ্রী চৈতন্যদেব

উত্তরঃ শ্রী চৈতন্যদেব

বিস্তারিত

269. শ্রী চৈতন্যদেবের প্রথমা স্ত্রী মারা যান--

  • ক. ট্রাম দুর্ঘটনায়
  • খ. নৌকাডুবিতে
  • গ. আত্মহত্যা করে
  • ঘ. সর্প দংশনে

উত্তরঃ সর্প দংশনে

বিস্তারিত

270. বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য কোনটি?

  • ক. রামচরিত
  • খ. শ্রীকৃষ্ণ কীর্তন
  • গ. চৈতনী জীবনী কাব্য
  • ঘ. গীতগোবিন্দ

উত্তরঃ চৈতনী জীবনী কাব্য

বিস্তারিত

271. 'শ্রী কৃষ্ণপ্রেমতরঙ্গিনী' কি?

  • ক. সমগ্র ভাগবতের সংক্ষিপ্ত অনুবাদ
  • খ. ভাগবতের আংশিক অনুবাদ
  • গ. শ্রীকৃষ্ণের প্রেমকাহিনীমূলক গ্রন্থ
  • ঘ. শ্রী চৈতন্যের প্রেমকাহিনীমূলক গ্রন্থ

উত্তরঃ সমগ্র ভাগবতের সংক্ষিপ্ত অনুবাদ

বিস্তারিত

272. চৈতন্য সমসাময়িক পদাকার কে?

  • ক. মুরারিগুপ্ত
  • খ. জ্ঞানদাস
  • গ. গোবিন্দদাস
  • ঘ. বলরামদাস

উত্তরঃ মুরারিগুপ্ত

বিস্তারিত

273. কোনটি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান?

  • ক. নদীয়া
  • খ. নবদ্বীপ
  • গ. বাঁকুড়া
  • ঘ. কাঁকিল্যা

উত্তরঃ নবদ্বীপ

বিস্তারিত

274. চৈতন্যের নিকট কোন সুলতানের বিশিষ্ট কর্মচারী দীক্ষা গ্রহন করেন?

  • ক. আলাউদ্দীন হুসেন শাহ
  • খ. গিয়াসউদ্দীন আজম শাহ
  • গ. ফখরুদ্দীন মুবারক শাহ
  • ঘ. শামসুদ্দীন ইলিয়াস শাহ

উত্তরঃ আলাউদ্দীন হুসেন শাহ

বিস্তারিত

275. 'ষড় গোস্বামী' দের মধ্যে বৈষ্ণবশাস্ত্র রচনা করেন?

  • ক. সনাতন গোস্বামী
  • খ. রূপ গোস্বামী
  • গ. জীব গোস্বামী
  • ঘ. এরা প্রত্যেকেই

উত্তরঃ এরা প্রত্যেকেই

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects