চুপ থাকার ফজিলত
Answers
-
Anonymous - 2 years ago
চুপ থাকা মানে দুনিয়াবি কথা থেকে চুপ থাকা। আল্লাহর রাসূল (সাঃ) অনেক বেশি চুপ থাকতেন। মুখ দিয়ে বের হওয়া কথা হয় সওয়াব হবে না হয় গুনাহ হবে।
-
Anonymous - 2 years ago
মানুষ যে কথাই উচ্চারণ করেতা লিপিবদ্ধ করার কাজে সচেতন পাহারাদার তার নিকটে রয়েছে। ( সুরা কাহাফ- ১৮)
-
Anonymous - 2 years ago
রাসূল (সাঃ) বলেন, যে আল্লাহ এবং আখিরাতের ওপর ঈমান রাখে তার উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা।(বুখারী) রাসূল(সাঃ) বলেন, যে চুপ থেকেছে সে নাজাত পেয়েছে।(তিরমিজি শরীফ)