মুখের ঘা।
Answers
-
Anonymous - 3 years ago
বিভিন্ন কারণ মুখে ঘা বা জ্বিবা তে ঘা হতে পারে। যেমন- জ্বর, রক্তস্বল্পতা, ফুড অ্যালার্জি, পুড়ে যাওয়া, স্ট্রেস, অতিরিক্ত অ্যাসিডিটি, ভিটামিনের অভাব ইত্যাদি মুখের ঘা হওয়ার অন্যতম কারণ। মুখের ঘা সারানোর জন্য ক্ষতস্থানে কটনে মধু লাগিয়ে ব্যবহার করুন। অনেকটা আরাম পাবেন। তাছাড়া গ্লিসারিন বা ভিটামিন ই ওয়েল ব্যবহার করতে পারেন।
-
Anonymous - 3 years ago
ভিটামনি বি২ এর অভাবে মুখে ঘা হয়। রিবোসন বা রিবোসিনা ট্যাবলেট খেতে পারেন।